Select Page

ঈদে টেলিভিশনে হুমায়ূনের জনপ্রিয় ৭ নাটক

ঈদে টেলিভিশনে হুমায়ূনের জনপ্রিয় ৭ নাটক


পবিত্র ঈদুল আযহার আয়োজনে চ্যানেল আইয়ে প্রচার হবে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭টি জনপ্রিয় নাটক। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত সোয়া ১১টায় দেখা যাবে ‘গ্রামীণফোন এক্সক্লুসিভ’ নামের আয়োজনে।

ঈদের দিন দেখানো হবে ‘বুয়া বিলাস’, ঈদের পরদিন ‘মহান চিকিৎসক ওয়াং পি’, তৃতীয় দিন ‘আমরা তিনজন’, চতুর্থ দিন ‘চার দুকোনে চার’, পঞ্চম দিন ‘জলে ভাসা পদ্ম’, ষষ্ঠ দিন ‘মীরার দিন রাত্রী’ এবং ঈদের সপ্তম দিন একই সময়ে রয়েছে নাটক ‘রহস্য’।

নাটকগুলোতে অভিনয় করেছেন রিয়াজ, স্বাধীন খসরু, জয়ন্ত চট্টোপাধ্যায়, এজাজুল ইসলাম, আলমগীর, আমীরুল হক চৌধুরী, আসাদুজ্জামান নূর, চ্যালেঞ্জার, মীম, জামনুন মিজান, নাজনীন নাজ, ফারুক আহমেদ, মাসুম আজিজ, সালেহ আহমেদ, গাজী রাকায়েত।

আরও দেখা যাবে শামীম শাহেদ, শম্পা, মুনমুন, বাঁধন, পুতুল কমল, সুরুভী, তুফান, মিঠু, শাওন, অরিন, আঁচল, কনা, মাসুদ আখন্দ, এহসানুর রহমান, শ্রেয়সী, লেখা, শাহীন হাসান প্রমুখ।

এই নাটকগুলো  এর আগে বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে।


মন্তব্য করুন