Select Page

ঈদে নাগরিক টিভিতে ৩৫ সিনেমা

ঈদে নাগরিক টিভিতে ৩৫ সিনেমা

এবারের ঈদেও নাগরিক টিভিতে থাকবে তারকাসমৃদ্ধ সব সিনেমা। গত কয়েক বছরের সফল কিছু সিনেমা থাকছে তালিকায়। আর সব মিলিয়ে ভিন্ন ভিন্ন স্বাদের ৩৫টি সিনেমা প্রচার হবে ঈদের সাতদিন জুড়ে। এই আয়োজনে প্রতিদিন ৫টি করে সিনেমা দর্শকরা উপভোগ করবেন।

ঈদের দিন সকাল ৮টায় প্রচার হবে ‘স্বপ্নের বাসর’,অভিনয় করেছেন শাকিব-শাবনূর। সকাল ১১টায় প্রচার হবে ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’ শাকিব-অপু-রেসি। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ফুল এন্ড ফাইনাল’, অভিনয় করেছেন শাকিব খান-ববি। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘ঢাকা অ্যাটাক’, অভিনয় করেছেন আরেফিন শুভ-মাহিয়া মাহি। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘টাকার চেয়ে প্রেম বড়’, অভিনয় করেছেন শাকিব খান-অপু বিশ্বাস।

ঈদের ২য় দিন সকাল ৮টায় প্রচার হবে ‘সবার ওপরে প্রেম’, অভিনয় করেছেন শাকিব ফেরদৌস-শাবনূর। সকাল ১১টায় প্রচার হবে ‘বলবো কথা বাসর ঘরে’, অভিনয় করেছেন শাকিব খান-শাবনূর। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘বিগ ব্রাদার’, অভিনয় করেছেন মাহিয়া মাহি-শিপন। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘রাজা ৪২০’, অভিনয় করেছেন শাকিব খান-অপু বিশ্বাস। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘স্বপ্নের ঠিকানা’, অভিনয় করেছেন সালমান শাহ-শাবনূর।

ঈদের ৩য় দিন সকাল ৮টায় প্রচার হবে ‘বাংলার বউ’, অভিনয় করেছেন মৌসুমী-ফেরদৌস। সকাল ১১টায় প্রচার হবে ‘প্রাণের মানুষ’, অভিনয় করেছেন শাকিব-শাবনূর। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ডেয়ারিং লাভার’, অভিনয় করেছেন শাকিব খান-অপু বিশ্বাস। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘সুইট হার্ট’, অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম-বাপ্পি। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ঢাকাইয়া মাস্তান’, অভিনয় করেছেন মান্না-মৌসুমী।

ঈদের ৪র্থ দিন সকাল ৮টায় প্রচার হবে ‘রাজধানীর রাজা’, অভিনয় করেছেন শাকিব-কেয়া। সকাল ১১টায় প্রচার হবে ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, অভিনয় করেছেন বাপ্পি-ববি। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘গুন্ডা দ্য টেররিস্ট’, অভিনয় করেছেন বাপ্পী-আচল-নিপুন। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ‘ওয়ার্নিং’, অভিনয় করেছেন আরিফিন শুভ-মাহিয়া মাহি। রাত ১১টা ৩০ মিনিটে ‘সুন্দরী বধূ’, অভিনয় করেছেন  রিয়াজ-শাবনূর।

ঈদের ৫ম দিন সকাল ৮টায় প্রচার হবে ‘দুশমন দরদী’ শাকিব খান-পূর্ণিমা। সকাল ১১টায় প্রচার হবে ‘টপ লিডার’, অভিনয় করেছেন শাকিব খান-নেহা। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘নায়ক’, অভিনয় করেছেন বাপ্পী-অধরা। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘জজ ব্যারিষ্টার পুলিশ কমিশনার’, অভিনয় করেছেন শাকিব-পূর্নিমা। রাত ১১টা ৩০ মিনিটে ‘মাস্তানের ওপর মাস্তান’, অভিনয় করেছেন মান্না-মৌসুমী।

ঈদের ৬ষ্ঠ দিন সকাল ৮টায় প্রচার হবে ‘আম্মাজান’ অভিনয় করেছেন মান্না-মৌসুমী-আমিন। সকাল ১১টায় প্রচার হবে ‘নষ্ট ছাত্র’, অভিনয় করেছেন শাকিব খান-সাহারা। দুপুর ২টা ৩০ মিনিটে ‘মন যেখানে হৃদয় সেখানে’, অভিনয় করেছেন শাকিব-অপু বিশ্বাস-রত্না। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘সাহেব নামের গোলামা, অভিনয় করেছেন শাকিব খান, মৌসুমী-সাহারা। রাত ১১টা ৩০ মিনিটে ‘তোমাকে চাই’, অভিনয় করেছেন সালমান শাহ-শাবনূর।

ঈদের ৭ম দিন সকাল ৮টায় প্রচার হবে ‘পাঞ্জা’, অভিনয় করেছেন মান্না-মৌসুমী। সকাল ১১টায় প্রচার হবে ‘চাওয়া থেকে পাওয়া’ অভিনয় করেছেন সালমান শাহ-শাবনূর। দুপুর ২টা ৩০ মিনিটে ‘যদি বউ সাজো গো’, অভিনয় করেছেন শাকিব খান-অপু বিশ্বাস। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, অভিনয় করেছেন শাকিব-অপু বিশ্বাস। রাত ১১টা ৩০ মিনিটে ‘ধোকা’ অভিনয় করেছেন মান্না- পূর্নিমা।


মন্তব্য করুন