Select Page

ঈদে বাপ্পি-মাহির ‘হানিমুন’

ঈদে বাপ্পি-মাহির ‘হানিমুন’

Honeymoon (7)এখনই ঈদের সিনেমা নিয়ে তোড়জোর শুরু হয়ে গেছে সিনেমাপাড়ায়। এর মধ্যে এগেয়ে আছে বাপ্পি-মাহির হানিমুন। সিনেমাটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া এরইমধ্যে সিনেমা হল বুকিংয়ের কাজও চলছে বলে জানালেন জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ার। তিনি বলেন, ‘অগ্নি সিনেমার মতো হানিমুন সিনেমাটিও আমাদের অনেক ব্যয়বহুল একটি সিনেমা। তাই অগ্নি যেমন ভালোবাসা দিবসে মুক্তি দিয়েছিলাম, তেমনি হানিমুন সিনেমাকেও বিশেষ দিনে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমরা চিন্তা করে দেখলাম হানিমুনের জন্য ঈদই সবচেয়ে মোক্ষম সময়। ইতোমধ্যে আমরা সিনেমাটির মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি সমপন্ন করেছি।’

রোমান্টিক অ্যাকশন ঘরানার হানিমুন সিনেমাটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন। হানিমুন নিয়ে পরিচালক সাফি বলেন, ‘হানিমুন নিয়ে শুরু থেকেই বলে আসছি এটি একটি মন ভিজে যাওয়া এবং মন ছুঁয়ে যাওয়ার সিনেমা। সিনেমাটিকে প্রাণবন্ত এবং আকর্ষনীয় করে তুলতে যা যা করা দরকার, তার সবই করেছি। মনোরম সব লোকেশনে শুটিং করেছি। পোষাকÑআশাক এবং গানেও আনা হয়েছে বৈচিত্র। সবমিলিয়ে ঈদে অন্যরকম এক চমক হিসেবেই হানিমুনকে দেখতে পাবে দর্শক।’

হানিমুনের প্রধান পাত্র-পাত্রী মাহি-বাপ্পিও নতুন স্বপ্ন দেখছেন সিনেমাটি নিয়ে। মাহি বলেন, ‘কেমন গল্প কেমন চরিত্রÑ আগে ভাগেই এসব বলতে চাচ্ছি না। শুধু বলতে চাই, বরাবরের মতো এখানেই নতুন মাহিকেই খঁজে পাবেন দর্শকরা।’ বাপ্পি বলেন, ‘মাহির সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার যে’কটি সিনেমায় কাজ করেছি সবগুলোই যতোগুলো সিনেমায় কাজ করেছি তার সবগুলোই হিট ব্যবসা করেছে। একমাত্র দবির সাহেবের সংসার ছাড়া। আমার বিশ্বাস হানিমুনের সাফল্য দবির সাহেবের ব্যর্থতাকে ম্লান করে দেবে।’

মাহি ও বাপ্পি ছাড়াও ‘হানিমুন’ সিনেমায় আরো দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম এবং আহমেদ শরীফ।

 

 


Leave a reply