Select Page

ঈদে মুক্তি পাবে ‘তুই শুধু আমার’?

ঈদে মুক্তি পাবে ‘তুই শুধু আমার’?



হুট করে আলোচনায় চলে এলো যৌথ প্রযোজনার ‘তুই শুধু আমার’। বলা হচ্ছে সিনেমাটি ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাবে।

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই কয়েকদিন আগে সিনেমাটির টিজার মুক্তি পায়। এর কয়েকদিন পর জমা পড়ল যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটিতে। কমিটি সূত্রে জানা গেছে, বুধবার ছবিটির প্রিভিউ হবে।

অর্থাৎ, দ্রুত ছাড় পেয়ে ‘তুই শুধু আমার’ সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা পড়বে।

এ থেকে অনুমান করা হচ্ছে সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। কারণ, আমদানি করা দুটি সিনেমা পিছিয়ে যাওয়ার কারণে ঈদের বাজারে খানিকটা শূন্যস্থান তৈরি হয়েছে।

সম্প্রতি আদালতের নির্দেশনার কারণে পিছু হঠেছে ভাইজান এলো রে ও সুলতান দ্য সেভিয়র। তবে উৎসবের মওসুমে যৌথ প্রযোজনা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছে আদালত।

সব মিলিয়ে এই সময়ে ‘তুই শুধু আমার’-এর হঠাৎ প্রচারণা রহস্য তৈরি করেছে।

যদিও সিনেমাটির দুই পরিচালকের একজন অনন্য মামুন এখনই কিছু বলতে নারাজ। একটি সংবাদমাধ্যমকে জানালেন, মুক্তির সিদ্ধান্ত নেবেন প্রযোজক। তাহলে ‘ভাইজান এলো রে’র মাঝে এসকে মুভিজ কেন ‘তুই শুধু আমার’-এর প্রচারণা চালাচ্ছে তা খোলাসা হয়নি।

অতীতেও দেখা গেছে, সেন্সর বোর্ডের শেষ কর্মদিবসে ছাড়পত্র পেয়েও সিনেমা মুক্তি পেয়েছে। সেদিক থেকে ‘তুই শুধু আমার’-এর ঈদ টার্গেট থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না।

‘তুই শুধু আমার’-এর অন্য পরিচালক হলেন জয়দীপ মুখার্জি। প্রযোজনায় আরো আছে বাংলাদেশের অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট।

সিনেমাটির নায়িকা চরিত্রে আছেন মাহি। তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের সোহম ও ওম। আরো আছেন আমান রেজা।



মন্তব্য করুন