Select Page

উপহার রক্ষায় অবস্থান কর্মসূচি

উপহার রক্ষায় অবস্থান কর্মসূচি

# ১২ অক্টোবর বন্ধ হচ্ছে রাজশাহীর একমাত্র প্রেক্ষাগৃহ উপহার
# হলটি রক্ষায় রবিবার মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠন
# সোমবার উপহারের সামনে অনুষ্ঠিত হবে অবস্থান কর্মসূচি

রাজশাহীর একমাত্র সিনেমা হল ‘উপহার’ বন্ধ হতে বসেছে। এই খবরে ফুঁসে উঠেছে রাজশাহীতে সক্রিয় চলচ্চিত্র সংসদসমূহ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এই হলটিকে বাঁচানোর জন্য রবিবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় রাজশাহী শহরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজশাহীতে সক্রিয় পাঁচটি চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। সোমবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপহার হলের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফ এম এ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনের নেতৃত্ব দেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি ও চলচ্চিত্রনির্মাতা আহসান কবীর লিটন।

মানববন্ধনে বক্তব্য করেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহীর সাধারণ সম্পাদক এবং সিনেমাটোগ্রাফার ও অভিনেতা মাহমুদ হোসেন মাসুদ, বরেন্দ্র ফিল্ম সোসাইটির সভাপতি সুলতানুল ইসলাম টিপু, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ও চলচ্চিত্রনির্মাতা ড. সাজ্জাদ বকুল, চিলড্রেন্স ফিল্ম সোসাইটির সভাপতি রাসেল মাহমুদ, চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ম্যাজিক লণ্ঠনের সম্পাদক কাজী মামুন হায়দার।

বক্তারা বিভাগীয় শহর রাজশাহীর একমাত্র এই হলটিকে রক্ষায় স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, স্থানীয় সংসদ সদস্যসহ সকল মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সূত্র : সারা বাংলা ডটনেট


Leave a reply