Select Page

চোখ বন্ধ করে দম নিন, পোস্টারে এলো ‘ঊনপঞ্চাশ বাতাস’

চোখ বন্ধ করে দম নিন, পোস্টারে এলো ‘ঊনপঞ্চাশ বাতাস’

‘চোখ বন্ধ করে দম নিন , দেখবেন আপনার অনুভূতিগুলো কোনকালে না দেখা ছবি হিসাবে ধরা দিচ্ছে।’ ফেসবুকে ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার অফিসিয়াল পোস্টার শেয়ার করে এমটা বলা হচ্ছে।

টিভি নাটকের নামি নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা এটি। যার প্রধান দুটি চরিত্রে আছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। রোববার প্রকাশ হওয়া পোস্টারটি ডিজাইন করেছেন নির্মাতা নিজেই।

সেখানে দেখা যায়, আকাশে ঘন কালো মেঘ। সূর্যের আলো মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে। তারই নিচে এক পাশে দাঁড়িয়ে আছেন ইমতিয়াজ বর্ষণ। আর তার পাশে মাটিতে পড়ে আছে বড় আকৃতির খোলা একটি সুটকেস। এতে গুটিসুটি হয়ে শুয়ে আছেন শার্লিন ফারজানা। তার চোখেমুখে লেগে আছে গভীর বেদনার ছাপ, দৃষ্টি পড়ে আছে অজানা কোথাও।

নান্দনিক ও অর্থবহ এ পোস্টার প্রসঙ্গে পরিচালক বলেন, ‘ব্যাখ্যাতীত যেকোনো অনুভূতিবোধ মানুষকে সবথেকে তীব্রভাবে আকৃষ্ট করে, আবেগপ্রবণ এবং স্মৃতিকাতর করে! আপনি চোখ বন্ধ করে একটা দম নিন এবং কোনো একটি অনুভূতিকে দৃশ্যমান করার চেষ্টা করুন, একমুহূর্তের জন্য সে‌ই অনুভূতির যে ছবি আপনার মানসপটে দৃশ্যমান হবে সেটি ফ্রেমে বন্দী করলে ব্যাখ্যাতীত কিছু একটা দাঁড়াবে, তেমনই ব্যাখ্যাতীত অনুভূতির ছবি নিয়ে পোস্টারটি করা হয়েছে। এই ছবিটি কবিতার মতো- একেক রকম মানসিক অবস্থানের দর্শক একেক রকম দৃষ্টিকোণ থেকে ছবিটির ব্যাখ্যা দাঁড় করাবেন এমনটাই বিশ্বাস।’

পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনাও করেছেন তিনি। শুধু তাই নয়, ফটোগ্রাফি এবং পোস্টার ডিজাইনও তার করা।

এই পোস্টার প্রকাশের মধ্য দিয়েই সিনেমাটির ক্যাম্পেইন শুরু করলেন এ নির্মাতা। চলতি বছরের শেষের দিকে এটি মুক্তির কথা রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবরের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।


মন্তব্য করুন