Select Page

ঋতুপর্ণা রাজি, সাথে পূর্ণিমা-ফেরদৌস-মৌসুমী-সানি, অনিশ্চিত শুভ

ঋতুপর্ণা রাজি, সাথে পূর্ণিমা-ফেরদৌস-মৌসুমী-সানি, অনিশ্চিত শুভ

নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে নির্মিত ‌‘জ্যাম’-এর মহরতে হাজির হয়েও সোমবার সিনেমাটিতে থাকছেন কিনা জানাতে পারেনি কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। শেষ পর্যন্ত পাকা কথা দিলেন তিনি।

মঙ্গলবার পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল জানালেন, চিত্রনাট্য ও অন্যান্য বিষয় নিশ্চিত হয় রাজি হয়েছেন ঋতুপর্ণা।

‘জ্যাম’-এ ফেরদৌস ও পূর্ণিমাকে দেখা যাবে। শোনা যাচ্ছে, ঋতুপর্ণার বিপরীতে আরিফিন শুভর অভিনয় করবেন। তবে বিষয়টি খোলাসা করেননি নির্মাতা। এই দুই তারকা এর আগে ‘একটি সিনেমার গল্প’ ও ‘আহা রে’তে অভিনয় করেছেন। যদিও দ্বিতীয় সিনেমাটি কলকাতার।

তবে সংশয় পুরোপুরি কাটেনি। এখনো অভিনয়ের বিষয়ে সিদ্ধান্ত জানাননি আরিফিন শুভ। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা এ অভিনেতা চিত্রনাট্য পড়েই সিদ্ধান্ত জানাবেন।

এছাড়া এই সিনেমায় আরও অভিনয় করবেন মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, মিশা সওদাগর ও চম্পা।

সব মিলিয়ে জমজমাট স্টারকাস্টের ছবি হতে যাচ্ছে ‘জ্যাম’। ঢাকাই সিনেমায় এমনটা দেখা যায়নি অনেকদিন।


মন্তব্য করুন