Select Page

এই চার হলে ‘চন্দ্রাবতী কথা’

এই চার হলে ‘চন্দ্রাবতী কথা’

সরকারি অনুদানে এন রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতী কথা’ রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে ১৫ অক্টোবর থেকে দেখা যাবে। সঙ্গে আছেন নারায়ণগঞ্জের একটি হল।

নির্মাতা জানান, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কয়ার, যমুনা ব্লকবাস্টার সিনেমাস ও সিনেস্কোপে (নারায়ণগঞ্জ) চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে।

বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং রামাছু তার অন্যতম সৃষ্টি। ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে তৈরি ছবিটি।

এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দোয়েল ম্যাশ এবং প্রেমিক জয়ানন্দ হিসেবে আছেন ইমতিয়াজ বর্ষণ। আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশ প্রমুখ।

২০১৯ এর নভেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের মাধ্যমে ‘চন্দ্রাবতী কথা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল। এরপর সেন্সর বোর্ডে প্রায় এক বছর সিনেমাটি আটকে থাকে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ছাড়পত্র পায় ছবিটি।


মন্তব্য করুন