এই বছর মুক্তি পাচ্ছে না ‘ব্ল্যাক ওয়ার’
প্রথম কিস্তির এক বছরের বেশি সময় পর মুক্তি পেতে যাচ্ছে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’-এর দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। তবে সেটা এই বছর হচ্ছে না।

জানা গেছে, আগামী বছরের প্রথম শুক্রবার অর্থাৎ ৬ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। সোমবার (৩ অক্টোবর) এক মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে এ তারিখ ঘোষণা করা হয়।
‘ব্ল্যাক ওয়ার’-এ প্রথম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়। ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বেই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ।
ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, মাজনুন মিজান, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান সওদাগর প্রমুখ।
গত ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব।






