Select Page

এই ১৫ হলে ‘আম কাঁঠালের ছুটি’ ও ‘১৯৭১ সেই সব দিন’

এই ১৫ হলে ‘আম কাঁঠালের ছুটি’ ও ‘১৯৭১ সেই সব দিন’

আজ শুক্রবার (১৮ আগস্ট) দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে নতুন দুটি সিনেমা। এগুলো হলো হৃদি হক নির্মিত ‘১৯৭১ সেই সব দিন’ ও মোহাম্মদ নূরুজ্জামানের ‘আম কাঁঠালের ছুটি’।

এর মধ্যে পাঁচটি প্রেক্ষাগৃহে দেখা যাবে শিশুতোষ সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’। আর দশ প্রেক্ষাগৃহে ‘১৯৭১ সেই সব দিন’।

‘আম কাঁঠালের ছুটি’ সিনেমার নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বললেন, ‘গত শতাব্দীর সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন, তারা তাদের সেই বয়সের যাপিত জীবনকে নস্টালজিক আবহে তৈরি এই চলচ্চিত্রে দেখতে পাবেন। সেই সঙ্গে হারিয়ে যাওয়া কিংবা হারাতে বসা প্রাকৃতিক পরিবেশ আর আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতির সাথে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা।’

সিনেমাটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছে লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল। প্রযোজনাও করেছেন তিনি নিজেই। মুক্তির আগে এটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।

‘আম কাঁঠালের ছুটি’ দেখা যে যে হলগুলোতে— স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানিগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম) ও সিনেস্কোপ (নারায়ণগঞ্জ)।

অন্যদিকে, ‘১৯৭১ সেই সব দিন’ একটি তারকাবহুল সিনেমা। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এটি। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। পরিচালনার পাশাপাশি সিনেমাতে অভিনয়ও করছেন হৃদি হক।

নির্মাতার বক্তব্য, ‘মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসরে এটি বানিয়েছি। চেষ্টা, যত্নে ত্রুটি রাখিনি। এখন দর্শকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষা।’

‘১৯৭১ সেই সব দিন’র মূল ভাবনা হৃদি হকের বাবা বরেণ্য অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হকের। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি প্রদর্শিত হচ্ছে এই ১০ হলে— স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার ও সীমান্ত সম্ভার আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ী) ও তাজ (নওগাঁ)।


মন্তব্য করুন