Select Page

একইদিনে ‘ভালো থেকো’ ও ‘হালদা’

একইদিনে ‘ভালো থেকো’ ও ‘হালদা’

bhalo-theko-shuvo-tanhaএকইদিনে (২০ সেপ্টেম্বর) শুভযাত্রা করল ভিন্ন ঘরানার নামি দুই পরিচালকের দুটি নতুন সিনেমা। পুরনো ট্র্যাকলিস্ট থেকে হলফ করে বলা যায়, আগামীদিনে সিনেমা দুটি আলোচনার খোরাক যোগাবে।

সিনেমা দুটি হলো জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’ ও তৌকীর আহমেদের ‘হালদা’।

বরাবরের মতোই রোমান্টিক কাহিনীতে ‘ভালো থেকো’ নির্মাণ করছেন রাজু। অভিনয়ে আছেন আরিফিন শুভ, তানহা তাসনিয়া ও রোজ। সিনেমাটিতে তানহাকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী ও শুভকে স্থপতি চরিত্রে দেখা যাবে।

সিনেমাটির মহরত হয় মঙ্গলবার সন্ধ্যায় এফডিসির ৮ নম্বর ফ্লোরে।

অন্যদিকে একইদিন ঢাকা ক্লাবে বিকেলে অনুষ্ঠিত হয় ‘হালদা’র মহরত। চট্টগ্রামের হালদা নদীর প্রেক্ষাপটে সিনেমাটিত অভিনয় করবেন জাহিদ হাসান, মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা।

ইতোমধ্যে কিছু অংশের শুটিং হয়েছে। তবে এখনো মূল তারকারা ক্যামেরার সামনে দাঁড়াননি।

দুই অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।


মন্তব্য করুন