একক প্রযোজনায় ‘একটি সিনেমার গল্প’, শুভর বদলে শাকিব!
দীর্ঘদিন পর ‘একটি সিনেমার গল্প’ নামে একটি যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের মাধ্যমে পরিচালনায় ফিরছিলেন আলমগীর। কিন্তু কাজ শুরু হওয়ার আগেই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যায়। যার কারণে যৌথ প্রযোজনার প্রতি খুবই বিরক্ত হন তিনি। যুগান্তরকে জানান, যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করবেন না। পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও পরিবর্তন আসছে।
এ প্রসঙ্গে আলমগীর বলেন, ‘এ ছবিটি যৌথ প্রযোজনায় করব না। আমি সিদ্ধান্ত নিয়েছি এককভাবে নির্মাণ করব। যেহেতু এখন আর যৌথ প্রযোজনায় হচ্ছে না, তাই ছবির পাত্র-পাত্রীদের ক্ষেত্রেও পরিবর্তন আসবে। তবে কারা অভিনয় করবেন সেটি এখনই বলতে পারছি না। কথা চলছে। শিগগিরই জানাতে পারব।’
শুরুর দিকে জাজ মাল্টিমিডিয়ার তত্ত্বাবধানে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ যৌথভাবে ছবিটি নির্মাণ করার কথা ছিল। তখন ছবিতে অভিনয়ের জন্য কলকাতার নায়ক প্রসেনজিৎ রাজি হয়েছিলেন। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। কী কারণে সরে গেলেন তা স্পষ্ট করে বলেননি।
বর্তমানে প্রসেনজিতের জন্য গড়া চরিত্রে আলমগীর নিজেই অভিনয় করার ইঙ্গিত দিয়েছেন। ছবিতে প্রসেনজিতের বিপরীতে চিত্রনায়িকা পূর্ণিমার অভিনয়ের কথা ছিল। প্রসেনজিৎ সরে যাওয়ার পর দর্শকের মেনে না নেয়ার অজুহাত দেখিয়ে আলমগীরের বিপরীতে অভিনয় করবেন বলে তিনিও সরে দাঁড়িয়েছেন। এ বিষয়ে আলমগীর বলেছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, ‘পূর্ণিমাকে আমি একটি চরিত্রের কথা বলেছিলাম। কিন্তু চূড়ান্তভাবে কিছুই বলিনি। যেখানে কোনো কিছুই এখনও চূড়ান্ত হয়নি সেখানে সরে যাওয়ার প্রশ্ন আসে কেন?’
পূর্বনির্ধারিত ছবিতে অন্য দুটি চরিত্রে আরিফিন শুভ ও কলকাতার পাওলি দামের অভিনয় করার কথা থাকলেও পাওলি বাদ পড়ছেন। তবে শুভর জায়গায় শাকিব খান অভিনয় করতে পারেন বলেও গুজব রটেছে চিত্রপাড়ায়। এ ব্যাপারে অবশ্য আলমগীর কোনো কিছুই নিশ্চিত করেননি।