একফ্রেমে ‘যদি একদিন’র দুই তারকা
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমা মানেই অনেক অনেক চমক। আপাতত গল্প জানা না গেলেও জনপ্রিয় বেশ কয়েকজন তারকা নিয়ে শুরু হলো নতুন সিনেমা ‘যদি একদিন’-এর শুটিং।
শনিবার এ সিনেমার শুটিং শুরু হয়েছে। রাজ লোকেশন জানাতে নারাজ। তবে ঠিক ঠিকই প্রকাশ করলেন প্রধান দুই তারকা তাহসান ও তাসকিন রহমানের ছবি।
আপাতত শুটিং স্পট থেকে মিডিয়া কাভারেজ চান না রাজ। এ প্রসঙ্গে পরিবর্তন ডটকমকে বলেন, ‘দর্শকদের যাতে আগ্রহ নষ্ট না হয়, তাই এ ব্যবস্থা। কারণ আগে থেকে শুটিংয়ের ছবি প্রকাশিত হলে দর্শকদের আগ্রহ কিছুটা হলেও নষ্ট হয়ে যায়। তাছাড়া আমরা এবার সেটে কোনো শিল্পী যাতে আলাদা করে কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় আপ না করেন সে ব্যাপারে সচেতন থাকবো।’
‘যদি একদিন’-এ আরো অভিনয় করছেন শ্রাবন্তী, রাইসা ও সাবেরী আলম।
বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেডের চ্যানেল আরটিভির প্রযোজনা সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি রাজের পঞ্চম সিনেমা। এর আগে তিনি প্রজাপতি, ছায়া-ছবি (মুক্তি প্রতীক্ষিত), তারকাঁটা ও সম্রাট নির্মাণ করেন।