Select Page

একবছরের বিরতিতে অপু!

একবছরের বিরতিতে অপু!

apu-biswash

আবারো শাকিবঅপু জুটি ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ফিটনেস নেই বলে অপু ছেড়ে দিয়েছেন ‘বসগিরি‘র মতো হাই ভোল্টেজ প্রজেক্ট। শাকিবের মতে, ফিটনেসের জন্য বিরতি নিলেন অপু! একবছর পর ফিরলে আবারো একসঙ্গে অভিনয় করবেন।

তবে ফিটনেস নিয়ে এত কথা সত্ত্বেও সাম্প্রতিক অপুকে দেখলে এমনটা বলা যায় না। এমনকি ২৬ মে ফেসবুকে শেয়ার করা একটি ছবিতে স্লিম অপুকেই দেখছেন অনুসরণকারীরা।

অনেকে বলছেন, ফিল্ম পাড়ার রাজনীতির শিকার অপু। ২০১০ সালে শাকিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন, অপু বিশ্বাসের সঙ্গে আর নয়। এরপর শাকিব খান নতুন নায়িকা কিংবা অন্য নায়িকাদের সঙ্গে অভিনয় করেছেন। তবে বেশিরভাগ ছবিই ফ্লপ হয়েছে। কারণ, শাকিবের দর্শকশ্রেণী মূলত অপুর সঙ্গে তাকে দেখতে পছন্দ করে।

এরপর নতুন ফিটনেসে ২০১৩ সালের শুরুর দিকে আবারও ফিরলেন অপু। নিজের প্রযোজিত প্রথম ছবি ‘হিরো : দ্য সুপারস্টার’-এ নায়িকা হিসেবে অপুকেই কাস্ট করেন শাকিব।

এদিকে দুই মাস ধরে অপু মিডিয়ায় ধরা দিচ্ছেন না। এক সাক্ষাৎকারে ক্ষোভের সঙ্গে জানান, তিনি শাকিবের বউ নন, তার কাছে খোঁজ নিতে হবে।

এরই মধ্যে দুটি ছবি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। একটি ছিল জাজ মাল্টিমিডিয়ার। অপু আগেই ঘোষণা দিয়েছিলেন জাজ ও যৌথ প্রযোজনার কোনো ছবিতে তিনি অভিনয় করবেন না। তাই যখনই জানতে পারলেন চুক্তিবদ্ধ ‘বসগিরি’ ছবিটির বেশিরভাগ অর্থায়ন জাজের তখনই নিজেকে গুটিয়ে নেন। এদিকে নতুন করে অন্য নায়িকাদের সঙ্গে জোড় বাঁধছেন শাকিব।

অনেকেই বলছেন আপনি আর অপুর বিপরীতে অভিনয় করবেন না? শাকিবের জবাব ঠিক এমন, ‘এসব কানকথা। এর আগেও অপু মাঝে একটি বিরতি নিয়েছিল। আবারও সে বিরতি নিয়েছে। একবছর বিরতির পর আবার নিজেকে নতুনরূপে উপস্থাপন করবে। তখন অবশ্যই আমি তার সঙ্গে কাজ করব।’

কিন্তু অসমাপ্ত অবস্থায় পড়ে আছে শাকিব-অপুর আধ ডজনের বেশি সিনেমা। এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : যুগান্তর ও ইত্তেফাক।


মন্তব্য করুন