Select Page

একুশের ছয় চলচ্চিত্র

ঈদুল ফিতরে একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে আসছে ছয় দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। এই আয়োজনের ছয় দিনে ছয়টি চলচ্চিত্র প্রদর্শন করবে চ্যানেলটি।

ঈদের দিন প্রচার হবে পূর্ণিমা, বাপ্পারাজ, রাজ্জাক, ববিতা অভিনীত চলচ্চিত্র ‘সবাই তো সুখী হতে চায়।

ঈদের দ্বিতীয় দিন শাহিন সুমনের পরিচালনা প্রচার হবে চলচ্চিত্র ‘এক বুক জ্বালা’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান, মৌসুমী, ফেরদৌস

ঈদের তৃতীয় দিন ফেরদৌস, শাবনূর অভিনীত ‘বউ শাশুড়ীর যুদ্ধ’।

শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত এবং সোহানুর রহমান সোহান পরিচালিত চলচ্চিত্র ‘কথা দাও সাথী হবে’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন।

মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ‘মন ছুঁয়েছে মন’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর,  রিয়াজ, জনা, শাহনূর, জায়েদ খান।

শাবনুর, ওমর সানি অভিনীত এবং বাদল খন্দকার পরিচালিত চলচ্চিত্র ‘মধুর মিলন’ প্রচার হবে ঈদের ষষ্ঠদিন।


মন্তব্য করুন