Select Page

একুশে ও বৈশাখীতে শাকিবের ২০ সিনেমা

একুশে ও বৈশাখীতে শাকিবের ২০ সিনেমা

shakib_khan

ঈদুল আজহায় একুশে টেলিভিশন ও বৈশাখী টিভির পর্দায় বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় থাকছে শাকিব খানের ব্যবসাসফল ২০টি সিনেমা।

ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা এবং দুপুর আড়াইটায় ১টি করে ১৪টি সিনেমা প্রচার হবে একুশে টেলিভিশনে। ছবিগুলো হলো ‘আমার বুকের মধ্যখানে’, ‘এক মন এক প্রাণ’, ‘নিষ্পাপ মুন্না’, ‘রাজা ৪২০’, ‘সেরা নায়ক’, ‘লাভ ম্যারেজ’, ‘বলো না তুমি আমার’, ‘ঢাকার কিং’, ‘বলো না কবুল’, ‘ডেয়ারিং লাভার’, ‘মনের ঘরে বসত করে’, ‘হিটম্যান’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও ‘রাজাবাবু’।

অন্যদিকে বৈশাখী টেলিভিশন প্রচার করবে ৬টি ছবি। এগুলো হলো ‘মনে প্রাণে আছো তুমি’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’, ‘সবার উপরে তুমি’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘সাহেব নামের গোলাম’, ‘কাবিননামা’। ছবিগুলো ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে।


মন্তব্য করুন