Select Page

এক অনুষ্ঠানে তিন পরিচালকের চার সিনেমার ঘোষণা

এক অনুষ্ঠানে তিন পরিচালকের চার সিনেমার ঘোষণা

কয়েক দিন আগে রফিক সিকদার ‘বসন্ত বিকেল’ শিরোনামে নতুন সিনেমার নাম ঘোষণা করলেন। শনিবার আনুষ্ঠানিকভাবে এফডিসির ক্যানটিন চত্বরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ঘোষিত হয় আরও তিন সিনেমা।

জানা গেছে, প্রযোজনা সংস্থা আরবিএস সবগুলো ছবিতে লগ্নি করবে।

বাকি তিনটি সিনেমা হচ্ছে, রফিক সিকদারের ‘রেহনুমা’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘অশ্রুঘর’ ও সাইফ চন্দনের ‘মন্ত্র’।

এর মধ্যে ‘বসন্ত বিকেল’ সিনেমায় অভিনয় করবেন শিপন মিত্র, তানভির ও হুমায়রা সুবহা। শুটিং শুরু হবে ৫ ডিসেম্বর।


মন্তব্য করুন