Select Page

এক চলচ্চিত্রে শাকিব খান – চঞ্চল চৌধুরী

এক চলচ্চিত্রে শাকিব খান – চঞ্চল চৌধুরী

Shakib Khan - Chanchal Chowdhuryবাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং জনপ্রিয় টিভি অভিনেতা চঞ্চল চৌধুরী একত্রে অভিনয় করতে যাচ্ছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই চলচ্চিত্রের নাম ‘কানামাছি’। শাকিব খান ও চঞ্চল চৌধুরী – দুজনের সাথেই আলোচনা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ছবির শ্যুটিং হবে এফডিসি, বান্দরবান, সিলেট ও কক্সবাজারে। কানামাছি ছবির গল্প কিছুটা রোমান্টিক অ্যাকশন ধাঁচের। দুর্ধর্ষ সন্ত্রাসী শাকিব খান ভালোবাসে এক মেয়েকে কিন্তু তার বাগদান হয় পুলিশ অফিসার চঞ্চল চৌধুরীর সাথে। এরপর শুরু হয় পুলিশ-ক্যাডারের লড়াই।

মোট সাতটি গান থাকবে চলচ্চিত্রটিতে। গানের সুর ও সঙ্গীত পরিচালনা করবেন আরেফিন রুমি। গান লিখছেন মাহমুদ মঞ্জুর, রবিউল ইসলাম জীবন এবং আরেফিন রুমি।

কানামাছি চলচ্চিত্রের নায়িকা এখনো নির্বাচন করা হয় নি। তবে কলকাতা থেকে নায়িকা নির্বাচনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিচালক।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন