Select Page

এক দশক পর সিনেমার গানে আলম খান

এক দশক পর সিনেমার গানে আলম খান

প্রায় ১০ বছর পর চলচ্চিত্রেরজন্য গান সুর করেছেন আলম খান। এফ আই মানিক পরিচালিত ‘সত্য বচন’ চলচ্চিত্রের গানটির শিরোনাম ‘চল হারিয়ে যাই রে’।

১৮ অক্টোবর মগবাজারের ফোকাস স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। কণ্ঠ দিয়েছেন সাব্বির জামান। গানটির সংগীতায়োজনও করেছেন তিনি। লিখেছেন মুন্শী ওয়াদুদ। আলম খানের সুরে এই চলচ্চিত্রের সব গানের কথা লিখবেন তিনি।

আলম খান বলেন, ‘প্রায় ১০ বছর পর চলচ্চিত্রের গানে সুর করলাম। মাঝে অসুস্থ ছিলাম। এখন ভালো আছি। আবার চলচ্চিত্রের জন্য গান সুর করতে পারব ভাবিনি। এই গানটি করতে গিয়ে দেখলাম পারছি, সব ঠিক আছে। গানটি হওয়ার পর আরো বেশি ভালো অনুভব করছি। সাব্বির দারুণ গেয়েছে। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি গানটি মানুষ পছন্দ করবে।’

তিনি আরো বলেন, ‘এই ছবিতে মোট পাঁচ-ছয়টি গান থাকবে। সবগুলোরই সুর করছি। গানগুলোতে নতুনত্ব পাবেন শ্রোতারা।’

সাব্বির বলেন, ‘কাজটি আমার জীবনের একটি মাইলফলক হয়ে থাকবে। আলম খান স্যারের মতো একজন কিংবদন্তির সুরে গেয়েছি, সংগীতায়োজন করেছি। এটা আমার জন্য পরম পাওয়া।’

২২ অক্টোবর আলম খানের জন্মদিন। এমন দিনে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

/সংবাদ বিজ্ঞপ্তি


Leave a reply