এক লাখ ডলারে আনা ‘পাঠান’ কাগজপত্রে ১০ হাজার ডলারের ছবি?
দেশে ‘পাঠান’ এনে বিশ্বজয়ের উন্মাদনা এখন আমিদানিকারকদের মনে। বলিউডের বাজার পাকাপোক্ত করতে সিনেমা হলে সার্ভার, ই-টিকিটিংসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে; যদিও আমদানির সঙ্গে যুক্ত নির্মাতা নিজের সিনেমার ক্ষেত্রে এই সব উদ্যোগ নেননি।
সারাবিশ্বে ১১০০ কোটি রুপির মতো কামানো ‘পাঠান’ বাংলাদেশেও আাসছে বড় অঙ্কের বিনিময়ে। তবে কাগজপত্রে দেখানো হয়েছে মাত্র ১০ শতাংশ। বিষয়টি প্রকাশ করেছে সংবাদমাধ্যম সারাবাংলা ডট নেট।
প্রতিবেদনে বলা হয়, সরকারি কাগজপত্রে ১০ হাজার ডলারে ছবিটি আমদানি করা হয়েছে বলা হলেও একটি বিশেষ সূত্র বলছে ১ লাখ ডলারে আনতে হয়েছে ছবিটি। অর্থাৎ, দেশী মুদ্রায় কোটি টাকার বেশি। যদিও পরিবেশক সংস্থার কর্ণধার অনন্য মামুন পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আপনি ভুল জানেন। বিষয়টি এমন নয়।’
বাংলাদেশে সিনেমাটির নেট আয় থেকে প্রযোজককে লভ্যাংশ দিতে হবে কি না; এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
প্রতিবেদনে বলা হয়, চড়া দামে ‘পাঠান’ আমদানি করায় পরিবেশক সংস্থা হল মালিকদের কাছ থেকে অধিক শেয়ার বা ভাড়া নিচ্ছেন। এর প্রভাব গিয়ে পড়েছে টিকেটের দামে।
অগ্রিম বুকিং মানি হিসেবে ‘পাঠান’ পরিবেশক ৫০ লাখ টাকার অধিক টাকা ইতোমধ্যে আয় করেছেন বলে জানা গেছে।
সারাদেশের ৪১টি সিনেমা হলে প্রতিদিন ২০৬টি শো চলবে পাঠানের।
ছবিটি মুক্তি উপলক্ষ্যে দেশের অধিকাংশ সিনেমা হল টিকেটের দাম বাড়িয়ে দিয়েছে। হল মালিকরা জানাচ্ছেন, বাধ্য হয়ে তারা এমনটি করেছেন।
হিন্দি ছবি চালানোর জন্য সিনেমা হলে ডিসিপি সার্ভার অথবা বিশেষ ধরনের সার্ভার লাগে। এ মুহূর্তে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, ব্লকবাস্টার সিনেমাস ছাড়া কোনো হলেই ডিসিপি সার্ভার নেই। যার কারণে অন্য হলগুলোকে ‘পাঠান’ চালানোর জন্য ছবিটির আমদানিকারক ও পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের দেওয়া সার্ভার নিতে হচ্ছে। এর জন্য তাদের সাপ্তাহিক বা মাসিক ভাড়া দিতে হবে না। তবে এক লাখ টাকা ‘সিকিউরিটি মানি’ হিসেবে জমা দিয়ে এ সার্ভার নিতে হয়েছে।
এর মধ্যে বড় ও প্রভাবশালী সিনেমা হলগুলো ব্যতীত অন্য হল মালিকদের ‘এমজি (মিনিমাম গ্যারান্টি)’ বা ‘নূন্যতম ভাড়া’ হিসেবে ১ লাখ টাকা থেকে ৪ লাখ টাকা পর্যন্ত দিতে হচ্ছে আমদানিকৃত এ হিন্দি ছবিটি চালাতে।
সারাবাংলা জানায়, রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতায় টিকেটের দাম দ্বিগুণ বৃদ্ধি করে সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ সারাবাংলাকে বলেন, ‘কয়েকটা কারণে আমাদেরকে টিকেটের দাম বাড়াতে হয়েছে। প্রথমত, সার্ভারের জন্য এককালীন একটা অর্থ, ই-টিকেটিং সিস্টেমের জন্য ৭-৮ লাখ টাকার কম্পিউটার কিনতে হয়েছে আমাদের। তাছাড়া অনেক হলে তারা এমজিতে ছবি দিলেও আমরা শেয়ারে এনেছি। কিন্তু অন্য ছবির তুলনায় শেয়ার মানি বেশি দিতে হবে। সাধারণ টিকেটের প্রবেশ মূল্যের অর্ধেক দিই আমরা। কিন্তু এ ছবির জন্য তাদেরকে ৫৫ শতাংশ দিতে হবে। পরিবেশক তো প্রথমে টিকেটের গ্রসের উপর ৬০ থেকে ৭০ শতাংশ শেয়ার চেয়েছিল। পরে নেটের উপর চেয়েছিল। আমরা রাজি হইনি।’
সিরাজগঞ্জের মিনিপ্লেক্স রুটসও ‘পাঠান’ মুক্তি উপলক্ষে টিকেটের মূল্য ৫০ টাকা বাড়িয়ে ২৫০ ও ৩০০ টাকা করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশি ছবিগুলোতে তারা যে শেয়ার দেন তার চেয়ে বেশি নিচ্ছে ‘পাঠান’ পরিবেশক। তিনি বলেন, পরিবেশক যদি শেয়ারের পরিমাণ কমিয়ে দেন তাহলে আমরাও টিকেটের মূল্য কমিয়ে দিবো।’