এক সিনেমায় মৌসুমী-নুসরাত ফারিয়া
আবদুল আজিজ ও অশোক পতি পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’তে একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করতে সম্মতি জানিয়েছেন মৌসুমী। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে নির্মিতব্য এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১০ মে রাতে গুলশানের একটি রেস্টুরেন্টে চুক্তিস্বাক্ষর করেন মৌসুমী। এ সিনেমার মূল নায়িকা চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।
এ প্রসঙ্গে মৌসুমী মানবজমিনকে বলেন, ‘প্রেমী ও প্রেমী’র গল্প পড়ে আমার ভাল লেগেছে। আমার চরিত্রটি ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ। তাই কাজটি করতে আগ্রহী হয়েছি। জাজের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করছি ‘প্রেমী ও প্রেমী’ ভাল একটি চলচ্চিত্র হবে। তাই এর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আনন্দ লাগছে।
পরিচালক জানান, ‘প্রেমী ও প্রেমী’র গল্পের শুরুটা মৌসুমীকে দিয়েই।
এদিকে প্রথম চলচ্চিত্রেই মৌসুমীর মতো একজন দর্শকপ্রিয় এবং গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকে নিজের মিডিয়া জীবনের সেরা অর্জন হিসেবে বিবেচনা করছেন নূসরাত ফারিয়া। তিনি বলেন, সত্যিই এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় মৌসুমী আপুর মতো বড়মাপের একজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার সুযোগ পাচ্ছি। ভাবতেই খুব ভাল লাগছে তার সঙ্গে একই চলচ্চিত্রে কাজ করবো। বারবার মনে হচ্ছে আমি একজন শিক্ষকের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। যার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।
পরিচালক আবদুল আজিজ জানান, আসছে ১২ জুন থেকে স্কটল্যান্ডে টানা এক মাসেরও বেশি চলচ্চিত্রটির শুটিং হবে। ‘প্রেমী ও প্রেমী’র গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও পেলে।