Select Page

এগিয়ে মাহি ও মিম, পিছিয়ে শাকিব

এগিয়ে মাহি ও মিম, পিছিয়ে শাকিব

Shakib Mim Mahi

আর তিন সপ্তাহ পর মুক্তি পাচ্ছে বড় ক্যানভাসে চার সিনেমা— অগ্নি ২, আরো ভালোবাসবো তোমায়, পদ্ম পাতার জল ও লাভ ম্যারেজ। দুটি সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। কিন্তু প্রচার-প্রচারণায় পিছিয়ে আছে তার ছবি। এগিয়ে আছেন জনপ্রিয় নায়িকা মাহি মিম

যৌথ প্রযোজনার সিনেমা ‌‘অগ্নি ২’তে অভিনয় করছে মাহি। এ সিনেমার প্রচারণা এগিয়ে আছে সবচেয়ে। ইউটিউবে তিনটি আকর্ষণীয় গান প্রকাশ হয়েছে সম্প্রতি। যা সিনেমাটিকে নিয়ে হৈ চৈ তুলতেই যথেষ্ট। ‘অগ্নি ২’ এর নায়ক কলকাতার ওম হওয়ায় তাকে নিয়ে দর্শকের কোনো  আগ্রহ নেই। এর আগের পর্ব ‘অগ্নি’ হিট হওয়ায় দর্শকের নজর স্বভাব মাহির দিকে। লেডি এ্যাকশন কাহিনী ও জাজের সঙ্গে মাহির বিরোধসহ নানা কারণে সিনেমাটি আলোচনায় আছে। এ ছাড়া জাজের সঙ্গে মাহিকে বিভিন্ন প্রচারণায়ও দেখা যাচ্ছে।

অন্যদিকে তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আছেন মিম। এ সিনেমার নায়ক ইমন হলেও তার সাফল্যহীন দীর্ঘ ক্যারিয়ারের কারণে সিনেমাটি মূল আকর্ষণ মিম। ইতোমধ্যে তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্থানে প্রচারণা শুরু করেছেন। সিনেমাটির কোনো ভিডিও অনলাইনে মুক্তি পায়নি। তবে টিভি দেখানো গানের দৃশ্য দর্শক আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এ ছাড়া সিনেমাটির ওয়েবসাইট ও ফেসবুক পাতা বেশ সমৃদ্ধ।

শাকিব খান অভিনীত ‘আরো ভালোবাসবো তোমায়’ ও ‘লাভ ম্যারেজ’ মুক্তি পাচ্ছে এ ঈদে। সম্ভবত শাকিবের জনপ্রিয়তার কারণে বরাবরের মতোই সিনেমা দুটি নিয়ে তেমন প্রচারণা নেই। প্রথমটি পরিচালনা করেছেন এস এ হক অলিক, শাকিবের বিপরীতে আছেন পরী মনি। অলিক ও পরীর কারণে সিনেমাটি শাকিব বলয়ের বাইরে অনেকের নজর কেড়েছে। সংবাদমাধ্যমগুলোও এ সিনেমার খবর গুরুত্ব দিয়ে প্রচার করছে। পরেরটির পরিচালিত শাহীন সুমন। এতে আছেন অপু বিশ্বাস। এ সিনেমার কোনো প্রচারণাই এখনো চোখে পড়েনি। সিনেমাটিও শাকিবের বাজার চলতি কাহিনীতে নির্মিত।

শাকিব যে নতুন সিনেমা দুটির প্রচারণায় থাকছে না, তা বুঝা যায় তার সিডিউল থেকে। কারণ এ রোজায়ও তিনি ৩-৪টি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করবেন।

প্রচারণায় যেমন হোক— সব মিলিয়ে ঈদে শাকিবের সঙ্গে প্রতিযোগিতা করবেন দুই নায়িকা মাহি ও মিম।


মন্তব্য করুন