Select Page

এবার আন্ডারওয়ার্ল্ডের গল্পে রাফী, সিয়াম-পূজার সঙ্গে রোশান

এবার আন্ডারওয়ার্ল্ডের গল্পে রাফী, সিয়াম-পূজার সঙ্গে রোশান

# বিয়োগান্তক হলেও পর পর দুটি ভিন্ন ট্র্র্যাকের গল্প বলেছেন রায়হান রাফী
# তৃতীয় সিনেমার জন্য বেছে নিলেন আন্ডারওয়ার্ল্ডের গল্প
# আগের দুই সিনেমার সিয়াম-পূজার সঙ্গে যুক্ত হচ্ছে রোশান
# ‘পোড়ামন ২’ এর প্রাথমিক ঘোষণায় পূজার নায়ক হিসেবে রোশানের নাম আসে
# শুটিং শুরু হবে মার্চে। এখন চলছে প্রি-প্রডাকশন

পর পর দুটি হিট সিনেমা নির্মাণ করেছেন নবাগত পরিচালক রায়হান রাফী। প্রথমটি পুরোপুরি প্রেমের গল্প, দ্বিতীয়টিতে এসেছে অপরাজনীতি। তৃতীয় সিনেমার জন্য বেছে নিলেন আন্ডারওয়ার্ল্ডের গল্প। এ খবর সারাবাংলা ডটনেটকে দিয়েছেন নির্মাতা নিজেই।

তিনি জানান, ২০১৯ সালের মার্চে শুরু করবেন নতুন সিনেমার দৃশ্যধারণ। ছবিটি প্রযোজনায় থাকবে জাজ মাল্টিমিডিয়া। ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার ইচ্ছে নিয়ে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে বেশ জোরেশোরেই।

রাফীর দুটি সিনেমাতেই প্রধান দুটি চরিত্রের বিয়োগান্তক পরিণতি দেখা গেছে। তৃতীয় ছবিতেও কি একই রকম গল্প বলবেন? রাফী বলেন, ‘এবার ভিন্ন একটি গল্প বলতে চাই। গল্পটি চমক হিসেবেই থাকুক। কারা অভিনয় করছে, নতুন কাউকে নিচ্ছি কিনা- সেটাও যথা সময়ে জানানো হবে।’

তবে ছবিটির শিরোনাম এখনো ঠিক করা হয়নি বলে জানিয়েছেন রাফী।

এদিকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ব্যক্তিগত জায়গা থেকে রাফী আমার পছন্দের নির্মাতা। মার্চে সে শুটিং শুরু করবে। সিনেমার এবারের গল্পটিতে বিচরণ করবে অন্ধকার জগতের মানুষেরা। মানে আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মিত হবে এই ছবি। বাংলা সিনেমার দর্শক এই ছবিটির মাধ্যমে নতুন একটি ভাষার সঙ্গে পরিচিত হবেন।’

আরও বলেন, ‘সিয়াম-পূজা থাকবে। তাদের সঙ্গী হবেন রোশান। ছবিতে তিনটা চরিত্রই বেশ শক্তিশালী। এর বেশি কিছু এখনই বলবো না। কারণ ছবিটি নিয়ে বড় চমক দেওয়ার ইচ্ছে রয়েছে আমাদের।’

প্রথমে ‌‘পোড়ামন ২’ এর নায়ক হিসেবে রোশানের নাম ঘোষণা দেওয়া হয়। পরে সিনেমাটি ছেড়ে ‘বেপরোয়া’য় যুক্ত হন তিনি। অবশেষে রাফী ও পূজার সঙ্গে কাজ করতে চলেছেন।


মন্তব্য করুন