Select Page

এবার চলচ্চিত্রে লারা লোটাস

এবার চলচ্চিত্রে লারা লোটাস

Lara Lotus‘আজো চিঠি আসে’ নামের মুক্তিযুদ্ধভিত্তিক অনুদানের চলচ্চিত্রে কাজ শুরু করার মাধ্যমে  চলচ্চিত্র জগতে পদার্পন করলেন টিভি অভিনেত্রী লারা লোটাস। একজন যুদ্ধ শিশুর চরিত্রে অভিনয় করা লারা লোটাসের প্রথম চলচ্চিত্রটি পরিচালনা করছেন সারোয়ার সমিরউদ্দিন। এ বছরেরই ১৬ ডিসেম্বর মুক্তি দেয়ার লক্ষ্য নিয়ে চলচ্চিত্রটির কাজ চলছে।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন