Select Page

এবার বাদ পড়লেন পরী মনি

এবার বাদ পড়লেন পরী মনি

pori-moni

সৈকত নাসির পরিচালিত চলচ্চিত্র ‘পাষাণ’র শুটিং শুরু হচ্ছে মঙ্গলবার। শুটিংয়ের আগেরদিন জানা গেল, সিনেমাটিতে থাকছেন না পরী মনি!

এর আগে বাদ পড়েন নায়ক সুমিত। তার বদলে আসেন কলকাতার ওম। এবার পরীর স্থলাভিষিক্ত হলেন নবাগতা এমিয়া এমি।

এ নিয়ে সৈকত নাসির জানান, ‘প্রেম কি বুঝিনি’ সিনেমার শুটিংয়ে সোমবার ঢাকায় এসেছেন ওম। ওই সিনেমার ফাঁকে ফাঁকে ‘পাষাণ’-এর শুটিং করবেন। ওমের শিডিউল মিললেও পরীর শিডিউল মেলেনি। তাই এমি যুক্ত হলেন নতুন এ প্রজেক্টে।

এর আগে সুমিতকে বাদ দিলেও সৈকত জানান পরের সিনেমায় এ নায়ককে রাখবেন। তবে পরীকে নিয়ে তেমন কোনো প্রতিশ্রুতি দেননি তিনি।

Amiya-Ami

এদিকে পরীকে বাদ দেওয়া বিষয়টি সহজভাবে নেননি অনেকে। তেমন কিছু বাঁকা মন্তব্য দেখা যায় ফেসবুকে। এছাড়া ঘটা করে ফটোশুট করে সুমিত-পরীকে বাদ দেওয়া নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে।


মন্তব্য করুন