এবার বিজন-আরিফ প্রযোজিত সিনেমা ‘ট্রি অফ নলেজ’
# পরিচালক-প্রযোজক জুটি বিজন-আরিফের ‘মাটির প্রজার দেশে‘ বেশ প্রশংসিত হয়
# এবার দুজনেই প্রযোজকের ভূমিকায়
# সিনেমাটির নাম ‘ট্রি অফ নলেজ’। পরিচালনা করছেন ফজলে রাব্বী মৃধা। দৃশ্যায়ন শেষ হয়েছে। এখন রয়েছে সম্পাদনার টেবিলে
‘মাটির প্রজার দেশে’ নির্মাণ করে দেশ-বিদেশে খ্যাতি পেয়েছেন দুই বন্ধু পরিচালক ইমতিয়াজ আহমেদ বিজন ও প্রযোজক আরিফুর রহমান। সম্প্রতি ‘প্যারাডাইস’ নামে নতুন ছবির ঘোষণা দেন তাকে। এ প্রজেক্ট নিয়ে তারা সম্প্রতি বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন।
এ দিকে চুপিচুপি আরেকটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন তারা। ইতিমধ্যে শেষ হয়েছে দৃশ্যায়ন।
নতুন এ সিনেমার নাম ‘ট্রি অফ নলেজ’। প্রযোজক হিসেবে আছেন বিজন ও আরিফ। পরিচালনা করছেন ফজলে রাব্বী মৃধা। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও জয়িতা মহালনবিশ।
একটি পোস্টার শেয়ার করে বিজন ফেসবুক পোস্টে নতুন ছবির খবর চাউর করেন। তিনি লেখেন, “বার্লিনে আমাদের অফিশিয়াল সিলেকশন ‘প্যারাডাইস’, কিন্তু আমাদের কাছে আরেকটি অস্ত্রও ছিল। অনেক আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ট্রি অফ নলেজ’-এর শুটিং শেষ করেছি।”
বিজন আরও বলেন, “আরিফ আর আমি অসম্ভব আনন্দিত যে ফজলে রাব্বী মৃধার এই ব্রিলিয়ান্ট পরাবাস্তব গল্পটাকে পর্দায় নিয়ে আসা সম্ভব হচ্ছে। মোস্তফা মনোয়ার ও জয়িতা মহালনবিশের জাদু অভিনয় এখন ক্যামেরাবন্দী, এডিটিংয়ের কাজ চলছে। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের ফিল্ম মেকিং অভিযানের সঙ্গী হবার জন্যে। আশা করি বার বার আমরা আপনাদের বিস্মিত করতে পারবো। সঙ্গে থাকুন!”