Select Page

এবার বুবলি অসুস্থ

এবার বুবলি অসুস্থ

বিয়ে ও সন্তানের খবর নিয়ে আলোচনা তুলতে না তুলতেই অসুস্থ হয়ে গিয়েছিলেন শাকিব খান। এ আলোচনায় বারবার উঠে আসে আরেকটি নাম— শবনম বুবলি। এবার তিনিও অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন।

শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় নতুন সিনেমা ‘রংবাজ’ এর মহরত শেষে শারীরিক অবস্থার অবনতি হলে বুবলিকে বারিধারার একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, অতিরিক্ত জ্বর ও রক্তচাপ কমে যাওয়ায় বুবলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বুবলির বড় বোন গায়িকা নাজনীন মিমি প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরেই বুবলি অসুস্থ। আজ এই অসুস্থতার মধ্যেও নতুন ছবি রংবাজের মহরতে অংশ নেন। সেখান থেকে ফিরেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। দ্রুত রক্তচাপ অস্বাভাবিক কমে গেলে তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক বললে, তাকে হাসপাতালে ভর্তি করা হতেও পারে।

উল্লেখ্য, শনিবার থেকে পাবনায় শামীম আহমেদ পরিচালিত ‘রংবাজ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় শুরু করার কথা বুবলির। জুটি হিসেবে তাদের এটি তৃতীয় সিনেমা।


মন্তব্য করুন