Select Page

এবার বুবলি-রোশানের ওপর দায় চাপালেন এমডি ইকবাল

এবার বুবলি-রোশানের ওপর দায় চাপালেন এমডি ইকবাল

এর আগে ‘ডেডবডি’ সিনেমার ব্যর্থতার দায় চাপিয়েছিলেন শ্যামল মওলার ওপর। এবার ‘রিভেঞ্জ’ নিয়ে দোষ দিলেন শবনম বুবলি ও জিয়াউল রোশানকে। কথা হচ্ছিল এমডি ইকবালকে নিয়ে। তবে রোশানও জানিয়েছেন, তিনি এ নির্মাতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন।

ইকবাল বেশ আগেই জিয়াউল রোশান ও শবনম বুবলীকে নিয়ে ‘বিট্রে’ নামের একটি ছবির শুটিং শুরু করেছিলেন। ৪০ শতাংশ শুটিং হওয়ার পর হঠাৎ ছবিটি বন্ধ রেখে ইকবাল ‘ডেডবডি’ ও ‘রিভেঞ্জ’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। দুটি ছবিতেই অভিনয় করেছিলেন রোশান। এ বছর ৩ মে ‘ডেডবডি’ মুক্তি পেয়েছে, এই ঈদে মুক্তি পেয়েছে ‘রিভেঞ্জ’।

‘ডেডবডি’ কিছুটা আলোচনায় এলেও ‘রিভেঞ্জ’ নিয়ে মোটেও সন্তুষ্ট নন ইকবাল। ছবির এমন ভরাডুবির কারণ হিসেবে দেখছেন রোশান ও বুবলিকে। তিনি মনে করছেন, দর্শক রোশান-বুবলিকে জুটি হিসেবে পছন্দ করেনি। আর তাই ৪০ শতাংশ শেষ হওয়া ‘বিট্রে’ ছবি থেকে এই দুজনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইকবাল বলেন, ‘একজন নির্মাতা অনেক কষ্ট করে ছবি তৈরি করেন। প্রযোজক যে টাকাটা লগ্নি করেন সেটাও অনেক কষ্টে উপার্জন করা। তাই ভেবেচিন্তে খরচ করতে হবে। আমি রোশান ও বুবলিকে নিয়ে যে বাজি ধরেছিলাম, সে বাজিতে হেরেছি। এখন আর ভুল করতে চাই না। ৪০ শতাংশ শুটিং হয়েছে মানে বাজেটের ৪০ শতাংশ খরচ হয়ে গেছে। এখনো ৬০ শতাংশ আছে। আমি চাই, এই ৬০ শতাংশ টাকা যেন অপচয় না হয়। তাই নতুন কোনো জুটিকে নিয়ে ছবিটি করতে চাই।

এই বিষয়ে রোশান বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। ইকবাল ভাই এই সিদ্ধান্ত নিলে আমার কোনো অভিযোগ নেই। কারণ আমিও তার ছবি করতে আগ্রহ হারিয়ে ফেলেছি।’

রোজার ঈদে মুক্তি পাওয়া ‘ডেডবডি’তে রোশান ও ওমর সানী অভিনয় করেছিলেন। সঙ্গে ছিলেন ভারতীয় নায়িকা। কিন্তু ইকবাল তখন ব্যর্থতার দায় চাপান শ্যামল মওলার ঘাড়ে! তিনি বলেন, ‘টেলিভিশনের আর্টিস্ট নিয়ে আমি কখনো সিনেমা বানাইনি। এই প্রথম আমি টেলিভিশনের আর্টিস্ট নিয়ে সিনেমা বানিয়েছিলাম। এখানে আমি শ্যামল মাওলাকে রেখেছিলাম। এটা আমার মনে হয়-আমার ব্যর্থতা। দর্শক শ্যামল মাওলাকে ওভাবে নেয়নি। আমি আর কখনো নাটকের লোকদের দিয়ে সিনেমা বানাবো না।’
উল্লেখ্য যে এক সময় শাকিব খানের জন্য প্রযোজনা করতেন এমডি ইকবাল। কিন্তু তাদের সে সময় এখন অতীত। ইকবাল সুযোগ পেলেই শাকিবকে আক্রমণ করে কথা বলেন। বিপরীতে শাকিব এখন সিনেমার সাফল্য উদযাপন ও ব্যবসা নিয়ে ব্যস্ত। খবর কালের কণ্ঠ ও এনটভি


Leave a reply