Select Page

জন্মদিনে মান্নার ওপর সিনেমা নির্মাণের উদ্যোগ স্ত্রীর

জন্মদিনে মান্নার ওপর সিনেমা নির্মাণের উদ্যোগ স্ত্রীর

চিত্রনায়ক মান্নাকে নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছে মান্না ফাউন্ডেশন। সংগঠনের সভাপতি শেলী মান্না জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় নারীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, গরিব ও দুঃস্থদের সহযোগিতা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে।

গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) ছিল ‘আম্মাজান’-খ্যাত অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে টাঙ্গাইলের এলেঙ্গায় প্রয়াত চলচ্চিত্র প্রযোজক ও নায়ক সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার মান্নার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনায় শেলী মান্না ফাউন্ডেশনের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এসময় তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের কথা জানান।

মান্না ফাউন্ডেশনের কালিহাতী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোকবুল হোসেন জানান, রোজার কারণে প্রয়াত নায়ক মান্নার জন্মদিন পালনে তেমন আয়োজন ছিল না। তবে ফাউন্ডেশনের পক্ষ থেকে নায়ক মান্নার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও কবর জিয়ারত করা হয়। এসময় নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, ফাউন্ডেশনের সভাপতি জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনায় শেলী মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে কী কী করা হবে সেই বিষয়ে আলোচনা করেন। ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় নারীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, গরিব ও দুঃস্থদের জন্য সহায়তা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী প্রজন্ম যেন নায়ক মান্নার কথা স্মরণ করেন এজন্য তাকে নিয়ে গবেষণা ও তার জীবনী লেখার কাজ চলছে। এছাড়া মান্নাকে নিয়ে একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বছর কয়েক আগে মান্না প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী চলচ্চিত্র সচল করেন শেলী। নঈম ইমতিয়াম নেয়ামুলের পরিচালনায় ‘জ্যাম’ নামের একটি সিনেমাও শুরু করেন। আরিফিন শুভ, পূর্ণিমা, ফেরদৌস, ঋতুপর্ণা সেনগুপ্তসহ একঝাঁক নামি তারকা নিয়ে শুরু হলেও এখনো শুটিং শেষ হয়নি।

মান্না ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বহুল জনপ্রিয় এই অভিনেতা।

/সূত্র: ঢাকা পোস্ট


মন্তব্য করুন