Select Page

শাকিব-বুবলির আপত্তিতে বাদ রানী আহাদ, আসছে ভারতীয় নায়িকা

শাকিব-বুবলির আপত্তিতে বাদ রানী আহাদ, আসছে ভারতীয় নায়িকা

শাকিব খানের ক্যারিয়ারে টেস্ট বদল মানে নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধা। এর বাইরে আলাদা কোনো চমক নেই এ নায়কের ঝুলিতে। 

শোনা যাচ্ছিল এবার ঢাকার এক নম্বর নায়কের সঙ্গে জুটি গড়তে যাচ্ছেন ছোট পর্দার রানী আহাদ। ২২ ফেব্রুয়ারি ছবির পরিচালক মালেক আফসারী ও শাকিবের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেদিনই চূড়ান্ত হয়, ছবিতে শাকিবের দুই নায়িকার একজন হবেন রানী।২৬ ফেব্রুয়ারি শুরু হবে ছবিটির শুটিং।

কালের কণ্ঠকে রানী বলেন, ‘শাকিব খান ঢালিউডের নাম্বার ওয়ান সুপারস্টার। তাঁর সঙ্গে অভিনয় করতে যাচ্ছি, এটা অনেক বড় সৌভাগ্যের। সর্বোচ্চ চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। এফডিসির ৯ নম্বর ফ্লোরে ক্যামেরা ওপেন হবে ছবিটির।’

এখন বলা হচ্ছে শাকিব-বুবলির আপত্তিতে রানী বাদ পড়ছেন। একটি সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করলেও কারণ জানাতে পারেনি বাংলা ট্রিবিউন। রানী আহাদের বিষয়টি সরাসরি নাকচ করে দিয়ে ছবিটির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘রানী থাকছেন না। এটি নিশ্চিত। আমরা দ্রুতই পুরো লাইনআপ জানাতে পারব।’

তবে পরিচালক মালেক আফসারি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘তার নাম বনশ্রী। কলকাতার মেয়ে। পশ্চিমবঙ্গের সাবেক এক উপমন্ত্রীর ছোটবোন। একেবারেই নতুন, এটাই তার প্রথম সিনেমা হতে যাচ্ছে। বনশ্রী কানাডায় লেখাপড়া করেছে। ফেসবুকের কল্যাণে অনেকদিন ধরে বনশ্রীর সঙ্গে আমার পরিচয়, বন্ধুত্ব। হিরোও (শাকিব খান) তাকে পছন্দ করেছে। ফাইনালি তাকে নিচ্ছি। আজ সন্ধ্যা ৭ টার পর সে (বনশ্রী) ঢাকায় আসবে।’

যদিও কিছু দিন শাকিব বলেছিলেন, তার নতুন সিনেমায় ভারতীয় কলা-কুশলী নিচ্ছেন না।

ছবিতে আরো অভিনয় করবেন শবনম বুবলি। ছবিটি পরিবেশনা করবে এসকে ফিল্মস। রোজার ঈদ সামনে রেখে নির্মিত হচ্ছে ‘পাসওয়ার্ড’।


মন্তব্য করুন