Select Page

এবার সিডনিতে ‘শনিবার বিকেল’, যাচ্ছেন ফারুকী-তিশা

এবার সিডনিতে ‘শনিবার বিকেল’, যাচ্ছেন ফারুকী-তিশা

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত সিনেমা ‘শনিবার বিকেল’ তথা ‘স্যাটারডে আফটারনুন’ অংশ নিতে যাচ্ছে সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে। মূল পর্বে প্রতিযোগিতা ছাড়াও দুটি প্রদর্শনী হবে ছবিটির।

ফারুকী নিজেই সোশাল মিডিয়াতে সংবাদটি জানান। তিনি বলেন, ২০১৩ সালে আমার নির্মিত ‘টেলিভিশন’ চলচ্চিত্রটির পর সিডনি ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে আমার পরবর্তী ছবি ‘শনিবার বিকেল’। এই উৎসবে অংশ নিতে আমি আর তিশা আগামী ১০ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সেখানে উপস্থিত থাকবো। অংশ নিবো প্রশ্নোত্তর পর্বে।

সিডনিতে প্রবাসী বাঙালিদেরকে ‘শনিবার বিকেল’ দেখার আমন্ত্রণও জানান ফারুকী।

এদিকে সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের অফিশিয়াল ওয়েব সাইটে দেখা যায়, ৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত চলবে সিডনি ফিল্ম ফেস্টিভাল-২০১৯। আর ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি দেখানো হবে ১০ জুন দুপুর ২টা ১৫ মিনিট ও ১৩ জুন রাত ৮টা ১৫ মিনিটে।

ফেস্টিভ্যালের প্রোগ্রাম নোটে ছবিটি সম্পর্কে লিখেছে- ‘বার্লিন ফেস্টিভ্যালে সিলভার বিয়ার জয়ী সিনেমাটোগ্রাফার আজিজ জাম্ভাকিয়েভের অনন্য সাধারণ এক সিঙ্গেল শটের সিনেমা ‘শনিবার বিকেল’। এই অডাশিয়াস ছবি আমাদেরকে নিয়ে যায় ঢাকার একটা রেস্টুরেন্টের ভেতরে ঘটে যাওয়া ভীতিকর সময়ে। এই ছবিতে কিন্তু ফারুকীর আসল উদ্দেশ্য সন্ত্রাসের চিত্রায়ন নয়। তার আসল আরাধ্য বিভিন্ন ধর্ম-বর্নের মানুষের মানবিকতায়, সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে মানবতার জয়গান।

এর আগে মস্কো উৎসবে গত ২৫ এপ্রিল দুটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কার পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি। এর মধ্যে একটি হলো রাশান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার, আর অন্যটি কোমেরসান্ত পুরস্কার। এই উৎসবে অংশ নিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী এবং ছবির দুজন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান।

জানুয়ারিতে ‘শনিবার বিকেল’ জমা পড়ে সেন্সর বোর্ডে। ছবিটি দেখার পর সেন্সর বোর্ড অনাপত্তি জানালেও পরে সিদ্ধান্ত পাল্টায়। বলা হয়,. বর্তমান প্রেক্ষাপটে সিনেমা হলে ছবিটি প্রর্দশন করা সমীচীন হবে না। পরে আপিল করেও সুরাহা হয়নি।

‘শনিবার বিকেল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী; ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন কাজাখস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্ভাকিয়েভ। ছবির কারিগরি বিভাগে কাজ করেছেন চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভের নেতৃত্বে রাশিয়া থেকে আসা একটি দক্ষ দল।

‘শনিবার বিকেল’ প্রযোজনা করেছেন আবদুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী ও আনা কাচকো। আর প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হলো জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন।


Leave a reply