Select Page

‘এমআর নাইন: ডু অর ডাই’  দুর্ধর্ষ  টিজারে মাসুদ রানার আত্মপ্রকাশ

‘এমআর নাইন: ডু অর ডাই’  দুর্ধর্ষ  টিজারে মাসুদ রানার আত্মপ্রকাশ

জাজ মাল্টিমিডিয়ার অ্যাকশনপ্যাক স্পাই ফ্র্যাঞ্জাইজি মাসুদ রানার প্রথম কিস্তির শুভ সূচনা। প্রকাশ হলো এমআর নাইন: ডু অর ডাই’ সিনেমার টিজার।

লাস ভেগাসে আন্তর্জাতিক অপরাধ চক্রের পরিকল্পনা ভণ্ডুলের মিশনে নেমেছে একদল এসপিওনাজ এজেন্ট।  সিআইএ’র ডিজাইন করা সেই মিশনে আছে বাংলাদেশি গুপ্তচর মাসুদ রানা। টিজারে একাধিক চরিত্র ও অ্যাকশনের ঘনঘটায় কাজী আনোয়ার হোসেনের আইকনিক চরিত্রটিকে সামান্যই দেখা যায়। তবে সব মিলিয়ে জমজমাট গল্প ও ছবির প্রতিশ্রুতি দিচ্ছে।

‘এমআর নাইন’-এর সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইন ব্রাভো এন্টারটেইনমেন্ট। দ্বিভাষী এই ছবির নাম ভূমিকায় আছেন এবিএম সুমন। অন্যান্য চরিত্র আছেন ঢাকার আনিসুর রহমান মিলন, মুম্বাইয়ের সাক্ষী, যুক্তরাষ্ট্রের মাইকেল জাই হোয়াইট, ফ্রেঙ্গগ্রিলো, লুইস ট্যান্টসহ অনেকে।

একাধিক দেশে চিত্রায়িত ‘এমআর নাইন’-এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। পরিচালনায় আছেন আসিফ আকবর।


মন্তব্য করুন