Select Page

এমআর নাইন: বাংলাদেশের মাসুদ রানার সঙ্গে হলিউডের যে তারকারা আছেন

এমআর নাইন: বাংলাদেশের মাসুদ রানার সঙ্গে হলিউডের যে তারকারা আছেন

কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘এমআর নাইন’-এ কত কত বলিউড-হলিউড তারকার নাম শোনা গেল। আবার সময় গড়াতে সেই সব নাম মুছেও গেল।

এবার হলিউড ভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইনকে সিনেমাটির পরিচালক পরিচালক আসিফ আকবর জানালেন,‌ ’এমআর নাইন’-এ অভিনয় হলিউড-বলিউড ভিত্তিক একাধিক অভিনেতা।

ফ্র্যাঙ্ক লাস ভেগাসে শুটিং চলতি যৌথ প্রযোজনার এ সিনেমায় আছেন মাইকেল জে হোয়াইট (দ্য ডার্ক নাইট), ম্যাট পাসমোর (জিগসো), সাক্ষি প্রধান (পয়সন), নিকো ফস্টার (আর্মি অফ ওয়ান), অমি বৈদ্য (থ্রি ইডিয়টস), ওলেগ প্রোডিয়াস (উলফ ওয়ারিয়র টু) ও জ্যাকি সিগেল (দ্য কুইনস অফ ভার্সেলিস)।

বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেস ভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস সিনেমাটি প্রযোজনা করছে।

সিনেমার চিত্রনাট্য করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ এবং নাজিম উদ দৌলা।

বাংলাদেশ থেকে অভিনয় করছেন এ বি এম সুমন, আনিসুর রহমান মিলন, সাজ্জাদ হোসেনসহ অনেকে।

এ দিকে সম্প্রতি সিনেমাটির গল্প থেকে কাপ্তাই বাঁধ ও একটি জঙ্গিগোষ্ঠীর নাম বাদ দিতে বলেছে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি। এ নিয়ে আপত্তি জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, এমন পরিবর্তনে ‘আরএম নাইন’-এর গল্প আবেদন হারাবে, মূল থেকে বিচ্যুত হবে।


মন্তব্য করুন