Select Page

এমআর নাইন: যুক্তরাষ্ট্রে চলছে শুটিং, ভারতীয় গুপ্তচর চরিত্রে নেই মিম

এমআর নাইন: যুক্তরাষ্ট্রে চলছে শুটিং, ভারতীয় গুপ্তচর চরিত্রে নেই মিম

কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে তৈরি হচ্ছে ‘এমআর নাইন’। ১৪ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুটিং শুরু হয়েছে ছবিটির। এটি পরিচালনা করছেন মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশি প্রযোজক ও পরিচালক আসিফ আকবর। খবর প্রথম আলো

পরিচালক আসিফ আকবর ও অভিনেতা এবিএম সুমন

শুটিংয়ে যুক্তরাষ্ট্রের আছেন বাংলাদেশ থেকে আনিসুর রহমান মিলন ও মাসুদ রানা চরিত্রের এবিএম সুমন।

হলিউডে নিজের কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সুমন বলেন, ‘ছবির যুক্তরাষ্ট্রের প্রযোজকের বাসা পাহাড়ের ওপর। গতকাল ওখানে শুটিং করেছি। ওখান থেকে পুরো লাস ভেগাস শহর দেখা যায়। দারুণ।’

জানালেন, এখানে দুই সপ্তাহ শুটিং হবে। আগামী মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে শুটিং হবে ছবিটির।

আরও জানা গেছে, এ সিনেমায় থাকছেন না বিদ্যা সিনহা মিম। ভারতীয় গুপ্তচর সুলতা রাও চরিত্রে অভিনয়ের জন্য গত বছরের নভেম্বরে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু শিডিউল জটিলতায় চরিত্রটি তার করা হচ্ছে না।

ছবিতে মিমের পরিবর্তে সুলতা রাও চরিত্রটি করছেন মুম্বাইয়ের অভিনেত্রী সাক্ষী। এখন লাস ভেগাসে শুটিং করছেন তিনি।

মিম জানান, হঠাৎ শুটিংয়ের শিডিউল হওয়ায় কাজটি করা তার পক্ষে সম্ভব হয়নি। বলেন, ‘গত বছরের ডিসেম্বরে একবার ডেট হয়েছিল। এরপর চলতি বছরের জানুয়ারির শেষে, আরেকবার ফেব্রুয়ারির শেষে—এভাবে কয়েকবার পিছিয়েছে শুটিং শিডিউল। এ কারণে এর আাগে আমার অন্যান্য কাজের শিডিউল নিয়ে ঝামেলা হয়েছে।’

তবে পরবর্তী সময়ে ছবির সোহানা চরিত্রটি করার ব্যাপারে মিমকে প্রস্তাব দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। এ ব্যাপারে মিম বলেন, ‘আজিজ ভাই সোহানা চরিত্র করতে বলেছেন। এই চরিত্রের অংশ বাংলাদেশে শুটিং হবে। “এমআর নাইন”-এ সোহানার খুব একটা দৃশ্য নেই। “এমআর নাইন”-এর দ্বিতীয় পার্টে সোহানা লিড দেবে। তবে চরিত্রটি করার ব্যাপারে এখনো আমি কোনো সিদ্ধান্ত দিইনি।’

থ্রিলার অ্যাকশন ঘরানার ছবিটির আরেক প্রযোজনা প্রতিষ্ঠান হলিউডের ইন ব্রাভো এন্টারটেইনমেন্ট। ছবিটি ইংরেজি ভাষায় শুটিং হচ্ছে। পরে বাংলায় ডাবিং হবে।

‘এমআর নাইন’-এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। হলিউড থেকে এ ছবিতে অভিনয় করছেন মাইকেল জাই হোয়াইট, ফ্রেঙ্গগ্রিলো, লুইস ট্যান্ট প্রমুখ।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares