Select Page

এহতেশামের নায়িকারা

এহতেশাম বাংলাদেশের কিংবদন্তী পরিচালকদের একজন। তার হাত দিয়ে এসেছেন বাংলাদেশে জনপ্রিয় নায়িকাদের অনেকে। সেই শবনম, শাবনা থেকে শুরু করে শাবনূর পর্যন্ত অনেকে। তাকে নিয়ে আজ প্রচারিত হবে প্রতিবেদন। যার শিরোনাম ‘এহতেশামের নায়িকারা’।

বাংলাদেশ টেলিভিশনের চলচ্চিত্র বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘রূপালী ঢেউ’ প্রচার হবে আজ। অনুষ্ঠানটির এ এবারের বিষয় ‘এহতেশামের নায়িকরা’।
অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনায় নান্নু চৌধুরী, প্রযোজনায় হারেছ চৌধুরী এবং উপস্থাপনা করেছেন চলচ্চিত্রকার মতিন রহমান। অনুষ্ঠানে এবারের অতিথি বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সাংবাদিক আলাউদ্দীন মাজিদ। আজ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠানটি প্রচার হবে।


Leave a reply