Select Page

এ কোন মাহি

এ কোন মাহি

IMG_6961শুরু থেকেই ভিন্ন ভিন্ন গেটাপে দর্শকদের মাতিয়ে রেখেছেন মাহিয়া মাহি। পরপর ৩টি রোমান্টিক সিনেমা দিয়ে নিজের পথ সুগম করলেও প্রতিটি সিনেমাতেই যেন নিত্য নতুন মাহির দেখা মিলেছে। এবার অন্য এক মাহিকে দেখা যাবে ‘দবির সাহেবের সংসার’ ছবিতে।

জাকির হোসেন রাজু পরিচালিত এ কমেডি ছবিটি আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে শতাধিক সিনেমাহলে। এখানে কাজের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মাহি।  বিপরীতে রয়েছেন বাপ্পি এবং  নবাগত রোজ

এ ছবি প্রসঙ্গে মাহি বলেন, ‘দবির সাহেবের সংসার সিনেমাটি নতুনমাত্রার এক বিনোদন দিবে দর্শককে। এখানে সম্পূর্ণ নতুন আঙ্গিকে দর্শক আমাকে দেখতে পারবে। শুধু গল্প কিংবা লোকেশন নয়, সিনেমার গানেও রয়েছে ব্যতিক্রম। সবমিলিয়ে প্রত্যাশার পরিমাণ অনেক বেশি।’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিতে নাম ভুমিকায় অভিনয় করেছেন আলীরাজ। এছাড়া আরো অভিনয় করেছেন আলীরাজ, আলেকজান্ডার, আসিফ ইমরোজ, রেবেকা প্রমুখ।


মন্তব্য করুন