Select Page

এ বছরেই ‘বাংলার ফাটাকেষ্ট’

এ বছরেই ‘বাংলার ফাটাকেষ্ট’

image_516_72265ইলিয়াস কাঞ্চন অভিনীত ‘বাংলার ফাটাকেষ্ট’ ছবিটির শুটিং প্রায় শেষের পথে।

চলতি বছরে মুক্তি দেয়ার লক্ষ্যে এর যাবতীয় কাজ দ্রুত শেষ করা হচ্ছে।

এফডিসিতে গত ১৩ জুন পর্যন্ত বাংলার শুটিং হয়েছে। কিছু টেকনিক্যাল কারণে শুটিংয়ের কাজ কদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। কিছু দিনের মধ্যেই আবার শুটিং শুরু হবে।

 

ছবিটি কলকাতার ‘ফাটাকেষ্ট’ ছবি অবলম্বনে নির্মিত হচ্ছে।  পরিচালনা করছেন সাজ্জাদুর রহমান (বাদল)।

ইলিয়াস কাঞ্চন ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করছেন বিশিষ্ট অভিনেতা প্রবীর মিত্র, নবাগত সিমি, কাবিলা, আমির সিরাজী প্রমুখ।

সুত্র: যায় যায় দিন


মন্তব্য করুন