Select Page

এ সময়ের নায়িকারা

এ সময়ের নায়িকারা

62218_e1হালে বাংলা চলচ্চিত্রে এসেছে এক ঝাঁক নতুন নায়িকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাহি, ববি, আঁচল, সারা জেরিন ও আইরিন।

এদের মধ্যে এগিয়ে আছেন মাহিজাজ মাল্টিমিডিয়া প্রযোজিত একের পর এক ছবিতে অভিনয় করে যাচ্ছেন। বর্তমানে হাতে রয়েছে  সাতটি ছবি। এরই মধ্যে শুটিং শেষ করেছেন ‘ভালোবাসা আজকাল’। বর্তমানে শুটিং চলছে ‘আমি তুমি সে’ এবং ‘অগ্নি’।  অপেক্ষায় রয়েছে তার ‘ছোট্ট একটা ভালবাসা’ ছবিটি। এরই মধ্যে ছবিও মুক্তি পেয়েছে তার তিনটি – ভালোবাসার রঙ, অন্যরকম ভালোবাসাপোড়ামন

আঁচল অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হচ্ছে ‘ভুল’, ‘বেইলী রোড’, ‘জটিল প্রেম’, ও ‘প্রেম প্রেম পাগলামি’। কাজ করছেন ভালোবাসার রংধনুতে। চুক্তিবদ্ধ হয়েছেন ‘ফাঁদ’ ছবিতে। বর্তমানে তিনি এই ছবির শুটিংয়ে মালয়েশিয়ায় রয়েছেন।

সারা জেরিন অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো- ‘জ্বি হুজুর’, অন্যরকম ভালোবাসা’ এবং ‘রোমিও ২০১৩’। বর্তমানে কাছ করছেন  ‘ভুলতে পারিনা তারে’ ও নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি।

‘খোঁজ দ্য সার্চ’ ছবিতে অভিনয়ে ববি প্রথম বড়পর্দায় আসেন। এরপর ‘দেহরক্ষী’ ছবিতে অভিনয়ে দর্শকমহলে ব্যাপক আলোচনা শুরু হয় ববিকে নিয়ে। শেষ করেছেন ‘ফুল অ্যান্ড ফাইনাল’। ববি’র হাতে রয়েছে নতুন দুটি ছবি।

আইরিনের কোন ছবি এখনও মুক্তি পায়নি। তার পরও আলোচনায় সে বেশ। একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাবও পাচ্ছেন তিনি। বর্তমনে নির্মাণ চলতি ও মুক্তির অপেক্ষায় আছে ‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’, সেই তুমি’, ‘ভালোবাসা জিন্দাবাদ’ এবং ‘এ কেমন প্রেমের গল্প’, ‘প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা’।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন