Select Page

এ সিন্ডি রোলিংকে আগে দেখেননি

এ সিন্ডি রোলিংকে আগে দেখেননি

11187144_385056235020777_6039219387894037693_o

ঢাকাই চলচ্চিত্রে সিন্ডি রোলিং নতুন মুখ নন। বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকা প্রবাসী সিন্ডিকে ‘কমন জেন্ডার-দ্য ফিল্ম’, ‘পাইরেটস-দ্য ব্লাড সিক্রেট’, ‘চোরাবালি‘ ও ‘কিস্তিমাত’ চলচ্চিত্রের আইটেম গানে নাচতে দেখা গেছে। এবার আনকোরা ইমেজে হাজির হচ্ছেন আশিকুর রহমানের ‘মুসাফির’ চলচ্চিত্রে।

এ ছবিতে তাকে খল চরিত্রে দেখা যাবে সিন্ডি রোলিংকে। তিনি চান তার অভিনয় প্রতিভা দিয়ে দর্শকের সামনে হাজির হতে। মুসাফির তাকে সে সুযোগ করে দিয়েছে।

মুসাফির চলচ্চিত্রটি একটি আকশন-থ্রিলারধর্মী ছবি। এ প্রসঙ্গে সিন্ডি সংবাদ মাধ্যমকে জানান, এ চলচ্চিত্রে তাকে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। তাই তিনি যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে এসেছেন। যা তার কাজে লেগেছে।

২০ মার্চ এফডিসির জহির রায়হান কালার ল্যাব ভিআইপি মিলনায়তনে ছবিটির মহরত হয়। ‘মুসাফির’ এর অভিনয় করছেন আরিফিন শুভ, মারজান জেনিফা, মিশা সওদাগর, টাইগার রবি ও শিমুল খান।


Leave a reply