Select Page

ঐশীর সঙ্গে শুভর ‘নূর’, ২০ দিনের শুটিং পাবনায়

ঐশীর সঙ্গে শুভর ‘নূর’, ২০ দিনের শুটিং পাবনায়

রায়হান রাফীর ‘নূর’ ছবিতে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন আরিফিন শুভ। কয়েক মাস আগে এ ঘোষণা আসলেও নায়িকা নিয়ে ছিল রহস্য। এবার একদম শুটিং লোকেশনে পৌঁছে নায়িকা হদিস জানানো হলো।

মুক্তির অপেক্ষায় থাকা দুই কিস্তির ‘মিশন এক্সট্রিম’ ছবির নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গেই এ ছবিতে জুটি বাধছেন শুভ। প্রযোজক সেলিম খান ও নায়িকা নিজেই সেই খবর নিশ্চিত করেছেন।

পরিচালক রাফী জানালেন, রবিবার থেকে পাবনায় শুরু হচ্ছে চলচ্চিত্রটির শুটিং। এরই মধ্যে নায়ক, নায়িকা, পরিচালকসহ পুরো ইউনিট পাবনায় পৌঁছে গেছে।

টানা ২০ দিন শুটিং করে তবেই ঢাকায় ফিরবেন তারা।

এর আগে রায়হান রাফীর ‘স্বপ্নবাজী’তে মাহি, জান্নাতুল ফেরদৌস পিয়া ও সিয়াম আহমেদের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগাভাগির জন্য চুক্তিবদ্ধ হন ঐশী। পরে পোশাক সংক্রান্ত জটিলতায় সরে দাঁড়ান তিনি।


মন্তব্য করুন