Select Page

ওবায়দুল কাদেরের গল্প থেকে ছবি, অভিনয়ে ফেরদৌস-পূর্ণিমা

ওবায়দুল কাদেরের গল্প থেকে ছবি, অভিনয়ে ফেরদৌস-পূর্ণিমা

পরপর নতুন সিনেমা নিয়ে খবরে আসছেন ফেরদৌস-পূর্ণিমা। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস থেকে চলচ্চিত্রটি নির্মিত হবে।

উপন্যাসটির নাম ‘গাঙচিল’। উপন্যাসের সঙ্গে মিল রেখে চূড়ান্ত হয়েছে ছবির নাম। পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এখানেই জুটি হিসেবে দেখা যেতে পারে ফেরদৌস-পূর্ণিমাকে।

সংবাদমাধ্যমকে নেয়ামূল বলেন, ‘উপন্যাসটি পড়ে ভালো লেগেছে। আমি লেখক মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তার অনুমতি পেয়ে চিত্রনাট্য তৈরির কাজে নেমে যাই। বর্তমানে চলছে শিল্পী নির্বাচনের কাজ। এখন পর্যন্ত চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। তার সঙ্গে পূর্ণিমাকে রাখতে চাই। শিগগিরই সবকিছু জমকালো আয়োজনে মহরত করে জানানো হবে।’

আর ফেরদৌস বলেন, “খুবই চমৎকার গল্প আছে এখানে। আমার চরিত্রটিও ভালো। আর নেয়ামূলের সঙ্গে এর আগে ‘এক কাপ চা’ ছবিতে কাজ করেছি। ছবিটির শুটিং শুরু করতে মুখিয়ে আছি। পাশাপাশি নায়িকা হিসেবে পূর্ণিমাকে পেলে সেটি হবে বাড়তি আনন্দ।”

‘গাঙচিল’-এর চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের মারুফ রেহমান ও ভারতের প্রিয় চট্টোপাধ্যায়।

এদিকে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত একটি ছবিতেও ;যুক্ত হচ্ছেন ফেরদৌস-পূর্ণিমা জুটি। ছবির নাম ‘হঠাৎ বৃষ্টির পরে’। তবে এখনও চূড়ান্ত নয় বিষয়টি। জয় জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বিস্তারিত।

প্রসঙ্গত, ফেরদৌস ও পূর্ণিমার বন্ধুত্ব ইন্ডাস্ট্রিতে আলোচনার বিষয়। প্রায় সময়ই দুজনকে দেখা যায় একসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্রান্ডের উদ্বোধনে। দুজনকে নিয়মিত একসঙ্গে উপস্থাপনায়ও দেখা যায়।


মন্তব্য করুন