Select Page

ওয়ার্ক পারমিট বাতিলের দুদিন পর ‘পারিবারিক কাজে’ ঢাকায় সানি লিওন!

ওয়ার্ক পারমিট বাতিলের দুদিন পর ‘পারিবারিক কাজে’ ঢাকায় সানি লিওন!

বলিউড সিনেমায় অভিনয়ের চেয়ে আইটেম গানই সানি লিওনকে মূলধারার তারকা ইমেজ দিয়েছে। তবে এ সব আকর্ষণের কেন্দ্রবিন্দু তার ‘সাবেক পর্ন তারকা’। ফলত বাংলাদেশে শুটিংয়ের অনুমতি না পাওয়ায় অবাক হয়নি কেউ। অবাক হয়েছে এ জেনে, সে খবর চাউর হওয়ার ঠিক দুদিন পর ঢাকায় হাজির তিনি!

দুদিন আগে নিষেধাজ্ঞার বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বক্তব্যও দেওয়া হয়। স্বয়ং মন্ত্রী বলেছিলেন, এ নায়িকার পরিচয় গোপন করা হয়েছিল।  

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বিকেল সাড়ে পাঁচটায় নিজের পেজে একটি ছবি পোস্ট করেন সানি লিওন। এতে বোঝা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তাঁর পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। ছবির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’

এ ছাড়া সংগীতশিল্পী ও গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের তোলা সেলফিতে ছিলেন সানি লিওনির স্বামী ড্যানিয়েল ওয়েবার।

দুই ছবিতে সানি ভি চিহ্ন বলে দিচ্ছি, কোনো বাধাই তিনি যেন মানার নন।

প্রথম আলো জানায়, কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীদের একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে সানি লিওনি ঢাকায় এসেছেন। বাংলাদেশি শিল্পীদের মধ্যে তাপসের গাওয়া গানে প্রথমবার মডেলও হয়েছিলেন সানি লিওনি। এ ছাড়া তাপসের কথা-সুরে নির্মিত ঐশীর একটি গানের মডেলও তিনি।

ঢাকায় আসার পর সানি লিওনি সোজা চলে যান গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাঁকে স্বাগত জানান সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন।

এদিকে আরও জানা গেছে, সানি লিওনি ছাড়াও ভারতের আরও কয়েকজন অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী তাপস ও ফারজানা মুন্নীর আমন্ত্রণে ঢাকায় এসেছেন। তাঁদের মধ্যে নাগরিস ফাখরি, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, বাবা যাদব, কৈলাশ খেরসহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এর সবাই তাপসের চ্যানেলের গানের সঙ্গে যুক্ত। কেউ মডেল, কেউ গায়ক বা কোরিওগ্রাফার।

শামীম আহমেদ রনি পরিচালিত ‘সোলজার’ ছবির জন্য বাংলাদেশে আগমনের কথা ছিলো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনির। ২ মার্চ তিনিসহ ১১ মার্চ ভারতীয় শিল্পীর ওয়ার্ক পারমিট দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কিন্তু গত ৯ মার্চ মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তার বাংলাদেশে কাজ করার অনুমতিপত্র বাতিল করা হয়। মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, সানি তার আসল নাম ও আমেরিকান পাসপোর্ট দিয়ে আবেদন করায় তার ভিসা বাতিল হয়েছে।

এ নিয়ে সারাবাংলাকে উপসচিব মো. সাইফুল ইসলাম বলেন, সানি লিওনের বাংলাদেশে আগমনের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা যতদূর জেনেছি তিনি গানবাংলার তাপসের একটি অনুষ্ঠানের জন্য এখানে এসেছেন। তবে কী ভিসায় এসেছেন তা জানা নেই আমাদের। আজ (শনিবার) সরকারি ছুটির দিন থাকায় আগামীকাল (রোববার) অফিসে গিয়ে এ নিয়ে খোঁজ নিয়ে বলতে পারবো।

তাহলে ভিসা বাতিলের বিষয়টি কি ছিলো? ‘আমরা তো ভিসা দিই বা বাতিল করি না। সেটা তো সরকারের অন্য মন্ত্রণালয় বা প্রতিষ্ঠান করে। আমরা শুধু তিনি যেহেতু একজন শিল্পী সে হিসেবে বাংলাদেশে কাজ করতে চাইলে তার অনুমতিপত্র অর্থাৎ ওয়ার্ক পারমিট দিই। আমরা তো তার ওয়ার্ক পারমিট বাতিল করেছি। ভিসা তো না,’— বলেন মো. সাইফুল ইসলাম।

মন্ত্রণালয় মূলত ওয়ার্ক পারমিট বাতিল করেছিলো তার প্রমাণ পাওয়া ৯ মার্চ মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে। সেখানে লেখা ছিলো, ‘“মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য ভারত থেকে সানি লিওনিসহ ১১ জন অভিনয়শিল্পী ও কলাকুশলীকে বাংলাদেশে ওয়ার্ক পারমিট প্রদান করা হয়। অনিবার্য কারণে অভিনেত্রী করন জিৎকর ওয়েভারের ওয়ার্ক পারমিট নির্দেশক্রমে বাতিল করা হলো।”

সানি লিওন বাংলাদেশে শামিম আহমেদ রনির পরিচালনায় ‘সোলজার’-এ অভিনয় করার কথা। রনি সারাবাংলার কাছে দাবি করেন, তিনি অফিসিয়ালি জানেন না সানি বাংলাদেশে এসেছেন কিনা। এ নিয়ে তার সঙ্গে সানির কথা হয়নি। তিনি বলেন, ‘আমাদের ছবিতে আগামী সেপ্টেম্বর মাসে সানির অভিনয়ের কথা ছিলো। এখন কেনো, কী কাজে আসছে তা তো আমার জানার কথা না।’

এ ছাড়া শাপলা মিডিয়ার ‘বিক্ষোভ’ সিনেমার একটি আইটেম গানে নেচেছেন সানি। তবে ছবিটি মুক্তি পায়নি।


মন্তব্য করুন