Select Page

ওয়ার্নিং ছবিতে জেমস

ওয়ার্নিং ছবিতে জেমস

james-1সাফিউদ্দিন সাফি পরিচালিত মুক্তিপ্রতিক্ষীত চলচ্চিত্র ওয়ার্নিং এ গুরুখ্যাত জেমসের একটি গান ইউটিউবে সম্প্রতি মুক্তি দেয়া হয়েছে। গানের শিরোনাম ‘এত কষ্ট কষ্ট লাগে’। 

গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। পর্দায় গানটির সঙ্গে ঠোঁট মেলাবেন আরিফিন শুভ।  ‘ওয়ার্নিং’-এ আরও অভিনয় করেছেন মাহিয়া মাহি, রুবেল, মিশা সওদাগর প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন এসএ খান টপি।

ছবিটি আগামী ৯ জানুয়ারী মুক্তি পাবে।


মন্তব্য করুন