Select Page

বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে শ্যাম বেনেগালের ইতিবাচক মন্তব্য

বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে শ্যাম বেনেগালের ইতিবাচক মন্তব্য

আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব উপলক্ষে ঢাকায় এসেছেন পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র মিলিয়ে প্রায় ৭৫টি চলচ্চিত্রের নির্মাতা শ্যাম বেনেগাল। উৎসবে আগত বিদেশী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বদের সম্মানে রোববার সন্ধ্যায় ঢাকা ক্লাবের হামিদুর রহমান সিনহা লাউঞ্জে এক নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। এ সময় তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন। 

বাংলাদেশের সিনেমা শিল্প সম্পর্কে এই কম সময়ে কোন ধারণা জন্মেছে কিনা প্রশ্নের জবাবে শ্যাম বেনেগাল বলেন, ‘যতটুকু দেখেছি, বাংলাদেশকে, এর সিনেমা শিল্পকে সম্ভাবনাময় বলে মনে হয়েছে। এদেশ থেকে ভাল সিনেমা নির্মাণ সম্ভব। কারণ এদেশে ভাল সিনেমা নির্মাণের জন্য সবকিছুই আছে। যেদেশে সব আছে সেদেশে ভাল সিনেমা নির্মাণ অসম্ভব কিছুই নয়’। উল্লেখ্য, শ্যাম বেনেগাল এই প্রথমবারের মত ঢাকায় এলেন।

আগামী ১৪ই ডিসেম্বর ৮০ বছর পূর্ণ হবে শ্যাম বেনেগালের। ১৯৩৪ সালের ১৪ই ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন।  তিনি ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পদ্মশ্রী এবং পদ্মভূষণ, সেই সঙ্গে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পেয়েছেন।


মন্তব্য করুন