Select Page

‘ও হে শ্যাম’ দেখুন, সিয়াম-পূজার প্রেমে পড়বেন

‘ও হে শ্যাম’ দেখুন, সিয়াম-পূজার প্রেমে পড়বেন

‘পোড়ামন ২’ ঘোষণা থেকেই আলোচনায় আছে। সিয়াম আহমেদ ও পূজার রসায়ন দেখতে অপেক্ষা করছেন সবাই। তার সুন্দর সূচনা হলো ‘ও হে শ্যাম’ গানের মাধ্যমে।

জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে শুক্রবার সকালে প্রকাশ হয়েছে ‘ও হে শ্যাম’। কথা লিখেছেন শাহ আলম সরকার। ইমন সাহার সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। কোরিওগ্রাফি করেছেন ভারতের জয়েস প্রধান।

‘ও হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো, অন্য কেউরে না আমি চাইতে দেবো।’ এমন কথা ও তার সুরে মাঝে পাওয়া যাবে বাংলার লোকজ ঐতিহ্য। আর সিনেমাটিও নির্মিত হয়েছে গ্রাম কেন্দ্রিক গল্পে। গান ও দৃশ্যায়ন দুটোই মনোযোগ কাড়ে।

গানটি সম্পর্কে জাজ মাল্টিমিডিয়া বলছে, ‘গ্রামের উৎসব দেখেছেন? জীবনানন্দের রূপসী বাংলা দেখেছেন? না দেখে থাকলে, দেখুন কত সুন্দর আমাদের এই দেশ! আছে সবুজ প্রান্তর আর নীলের খেলা, যা আপনার চোখ ও মনকে শান্তি দিবে। সাথে গ্রাম বাংলার মিষ্টি মধুর গান।’

সব মিলিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিল ‘ও হে শ্যাম’।

‘পোড়ামন ২’ মুক্তি পাবে ঈদুল ফিতরে। পরিচালনা করেছেন রায়হান রাফি।


মন্তব্য করুন