Select Page

কটকটির সঙ্গে এক মঞ্চে শাকিব (ভিডিও)

কটকটির সঙ্গে এক মঞ্চে শাকিব (ভিডিও)

shakib-assamশাকিব খানের জনপ্রিয়তা বাংলাদেশের বাইরেও নাকি ছড়িয়ে পড়েছে! তার একঝলক দেখা গেল ভারতের আসামে অনুষ্ঠিত একটি আয়োজনে।

ওই অনুষ্ঠানের পোস্টারে শাকিবের পাশাপাশি আকর্ষণ হিসেবে ছিলেন মুম্বাই থেকে আসা অখ্যাত গায়িকা ও মডেল। আরো ছিলেন কলকাতার সিরিয়ালের জনপ্রিয় চরিত্র কিরণ মালা ও কটকটি।

শাকিব রোববার হাজির হয়েছিলেন ভারতের অঙ্গরাজ্য আসামের ছোট্ট শহর বকোতে। হাচোরি গ্রাম উন্নয়ন পরিষদের আয়োজনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। আয়োজকদের ডাকে সাড়া দিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে। সামিয়ানা ঘেরা মঞ্চে উঠে শাকিব ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘চল তুলি সেলফি’, ‘রাজাবাবু’ ইত্যাদি গানের সঙ্গে নাচেন।

এদিকে অনুষ্ঠানে অংশ নেওয়া ভারতীয় সংগীতশিল্পী ভীনিতা চ্যাটার্জি শাকিবের সঙ্গে তোলা বেশ কটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, বাংলাদেশী সুপারস্টার শাকিব খানের সঙ্গে। উল্লেখ্য, কলকাতায় আগামী ১২ই আগস্ট মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘শিকারি’।

শোনা যাচ্ছে, ‘শিকারি’র প্রচারণায় শাকিবের ভারত যাত্রা। ‘শিকারি’ ১২ আগস্ট মুক্তি পেলেও ২৯ জুলাই শাকিবের দেশে ফেরার কথা রয়েছে। যৌথ প্রযোজনার সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী মুখার্জী। ‘শিকারি’ বাংলাদেশের বাজারে দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছে। এবার পরীক্ষা দেবে ভারতে।

ভিডিওতে দেখুন শাকিবকে কীভাবে গ্রহণ করেছেন দর্শক…

https://www.youtube.com/watch?v=pABcEvDEmk4


মন্তব্য করুন