Select Page

কতটা পোড়াবে ‘দহন’?

কতটা পোড়াবে ‘দহন’?

‘পোড়ামন ২’ দিয়ে অনেকের মন পুড়িয়েছেন রায়হান রাফি। সে কথা জানেন দর্শক। এবারের প্রশ্ন, কতটা পোড়াবে ‘দহন’?

এমন প্রশ্ন উঠেছে সিনেমাটির প্রকাশিত স্থিরচিত্র থেকে। এর আগে সিয়াম, পূজা ও জাকিয়া বারী মমর শুটিং লোকেশনের ছবি দেখেছেন অনেকে। কিন্তু তার মধ্যে গল্পের তেমন আভাস নেই অথবা দর্শকরা জেনেই গেছেন কে কোন চরিত্রে অভিনয় করছেন।

সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি শেয়ার করে রায়হান রাফি লেখেন, ‘দহন একটি স্বপ্নের নাম, দহন একটি চ্যালেঞ্জের নাম’। স্বপ্ন বা চ্যালেঞ্জ নির্মাতার আর ছবি বলছে জ্বালা-পোড়ানোর কাহিনি থাকছে ‘দহন’-এ।

সম্পাদনার সময় তোলা ওই ছবিতে জেলবন্দির পোশাকে দেখা যায় সিয়ামকে। অনেকদিন না কাটা দাঁড়ি-গোঁফে তার অভিব্যক্তি গভীর বিষাদের। তার অন্তরালের কাহিনিই হয়তো জানবে দর্শক। একই দৃশ্যে সিয়ামের সঙ্গে আছেন মম।

সিয়াম অভিনয় করছেন মাদকাসক্ত তরুণ, পূজা গার্মেন্টস কর্মী ও মমকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে। ‘দহন’-এর গল্পে স্থান পেয়েছে আগুন সন্ত্রাসের গল্প। মুক্তি পাবে শিগগিরই।


মন্তব্য করুন