Select Page

কত আয় করল ‌নবাব, বস টু ও রাজনীতি?

কত আয় করল ‌নবাব, বস টু ও রাজনীতি?

প্রতি বছরই শোনা যায়— জাজ মাল্টিমিডিয়া বা শাকিব খানের সিনেমা সব রেকর্ড ভেঙে দিচ্ছে। কিন্তু কীভাবে ভাঙল, কত আয় করল তার কোনো বিশ্বাসযোগ্য বিবরণ থাকে না।

এবারও শোনা যাচ্ছে সব রেকর্ড ভেঙে দিচ্ছে ‘নবাব’।বিশেষ ঘটনা হলো- এবার সামনে এসেছে টাকার অঙ্ক। মাছারাঙা টেলিভিশন জানাচ্ছে সিনেমাটি প্রথম ১০ দিনে আয় করেছে সাড়ে ৮ কোটি টাকা। কিন্তু এ তথ্যের পক্ষে কোনো সূত্রের উল্লেখ নেই। কোনো খবরও নেই জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পাতায়।

প্রতিষ্ঠানটির উপদেষ্টা অভিনেতা নাদের চৌধুরী সিনেমাটির সাফল্যের খবর জানালেন চ্যানেলটিতে। তবে তিনি কোনো হিসেব দেননি আয়-ব্যয়ের। বলেন, ছবি দুটি ভালো ব্যবসা করছে। তবে সুখের সাগরে ভাসছে এমন না।

যদি ‌‘নবাব’ বাজেটের দ্বিগুণ টাকা তুলে নেয় ১০ দিনে তবে কেন সুখের সাগরে ভাসছে না স্পষ্ট নয়। এছাড়া বক্স অফিস বাংলাদেশ নামের একটা ফেসবুক পাতা বলছে ১৮ দিনে ‘নবাব’-এর আয় সাড়ে ১১ কোটি টাকা। এ তথ্যের উৎসও স্পষ্ট নয়।

মাছরাঙার ওই রিপোর্টে আরো জানানো হয় ‘বস টু’ আয় করেছে সাড়ে ৫ কোটি টাকার মতো। অথচ বেশির ভাগ বড় হল গেছে জিতের ছবিটির ঝুলিতে। অন্যদিকে বলা হচ্ছে, মফস্বলের ৪০ হল পাওয়া ‘রাজনীতি’ আয় করেছে সাড়ে ২ কোটি টাকা। যা সংথ্যার বিচারে ৪ গুণ বেশি হল পাওয়া ‘নবাব’-এর চেয়েও বেশি। এ ছবির ক্ষেত্রেও রিপোর্টে মতামত দেওয়া পরিচালক বুলবুল বিশ্বাস আয়-ব্যয়ের তথ্য জানালেন না।

শুধু তা-ই নয়, এ আয় নেট না গ্রস— তাও জানানো হয়নি রিপোর্টে।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares