Select Page

কথা মতো কাজ হবে কি? আফসারীর পরিচালনায় শাকিব

কথা মতো কাজ হবে কি? আফসারীর পরিচালনায় শাকিব

# মালেক আফসারী বলেছিলেন, শাকিব খান ছাড়া সিনেমা বানাবেন না
# এবার শাকিবকে নিয়ে সিনেমার ঘোষণা দিলেন। নায়িকা হবেন বুবলি
# আরও থাকছেন সম্রাট ও অস্ট্রেলিয়াপ্রবাসী এক নায়িকা
# ১ ফেব্রুয়ারি শুরু হবে দৃশ্যায়ন

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব নির্মাতা মালেক আফসারী। এর পোস্টে জানিয়েছিলেন, শাকিব খানকে ছাড়া সিনেমায় ফিরবেন না। এ নায়কের সঙ্গে একাধিক হিট সিনেমা উপর দিয়েছেন তিনি। এবার সম্ভবত দুজন এক হচ্ছেন।

এনটিভি অনলাইন জানায়, নতুন এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলি। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সংবাদমাধ্যমটিকে মালেক আফসারী বলেন, ‘ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে শুরু করছি আমার নতুন চলচ্চিত্রের শুটিং। ছবির মূল ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান ও শবনম বুবলি।’

‘এ ছাড়া অভিনয় করবেন সম্রাট ও অস্ট্রেলিয়াপ্রবাসী এক নায়িকা। খলচরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, শিবাশানু। এরই মধ্যে ছবির গল্প তৈরি হচ্ছে। শুটিংয়ের জন্য লোকেশন খোঁজা হচ্ছে’ এ সব তথ্যও জানালেন নির্মাতা।

তিনি বলেন, ‘আমি অনেক ধরনের ছবি দর্শককে উপহার দিয়েছি। কিন্তু এই ছবিতে দর্শক একেবারেই নতুন কিছু পাবে। গল্প, মেকিং ও শিল্পীদের লুক হবে নতুন। এখন সময় বদলেছে, দর্শক নতুন কিছু দেখতে চায়।’

অবশ্য ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘অন্তর জ্বালা’ নিয়ে পরিচালক আফসারি শুরুতে বলেছিলেন, এটি মৌলিক ছবি। পরে ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠলে পরিচালক স্বীকার করেন, তিনি মৌলিক ছবি তৈরি করেন না।

অন্য একটি অনলাইন জানায়, ইতিমধ্যে সিনেমার গল্প নিয়ে প্রযোজক মোহাম্মদ ইকবাল ও কাহিনিকার আবদুল্লাহ জহির বাবুর সঙ্গে বসেছেন মালেক আফসারি।

এদিকে কাজী হায়াতের ‘বীর’ চলচ্চিত্রেও শাকিব ও বুবলির কাজ করার কথা রয়েছে। তবে গুণী পরিচালকের অসুস্থতার কারণে ১০ জানুয়ারি শুটিং শুরু করা যায়নি।


মন্তব্য করুন