Select Page

কথা রাখছেন জিৎ (ভিডিও)

কথা রাখছেন জিৎ (ভিডিও)

jeet-badsha

ঈদুল ফিতরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে মুক্তি পাবে জিৎ অভিনীত ‘বাদশা’। ভারতের এ অভিনেতা সে কথা আবারো জানিয়ে দিলেন সিনেমাটির টিজারে।

মঙ্গলবার রাতে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে ‘বাদশা’র টিজার আপ হয়। শুরুতেই আতঙ্কিত কয়েকজনকে দেখা যায়। কারণ, এই ঈদে বাদশা আসছে। ঈদের দিনের তার আসার সমস্যা অবশ্য বোঝা গেল না। তবে কিছু অ্যাকশনে দৃশ্যে বোঝা যায় এরা তার প্রতিপক্ষ হতেও পারে। তবে শক্ত প্রতিপক্ষ নয়।

টিজারে দুইবার জিৎ জানিয়ে দেন, ঈদে আসার কথা দিয়েছেন। সে কথা রাখছেন। হ্যাঁ, এ কথার মাঝে চ্যালেঞ্জ আছে। একইদিন বাংলাদেশে মুক্তি পাবে শাকিব খানের তিন সিনেমা!

ওই সিনেমায় জিতকে অমিতাভ বচ্চনের ভক্ত হিসেবে দেখা যাবে। অমিতাভের বিখ্যাত সিনেমা ‘ডন’র ভক্ত বাদশা। জিতের হাতে ‘ডন’ লেখা ট্যাটু দেখা যায়। সিনেমার ইংরেজি নামও ‘দ্য ডন’। তবে শোনা যাচ্ছে বাংলাদেশে জিতকে মান্নার ভক্ত হিসেবে দেখা যাবে। যতদূর জানা যায় বাংলাদেশে ‘ডন’ নামের সিনেমায় রুবেল অভিনয় করেছেন, মান্না নয়। যাই হোক বিষয়টি সিনেমা মুক্তি পেলে পরিষ্কার হবে।

টিজারে একঝলক দেখা যায় বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।

‘বাদশা’ পরিচালনা করেছেন বাবা যাদব। আর বাংলাদেশে টিজারে জুড়ে দেওয়া হয়েছে জাজের কর্নধার আবদুল আজিজের নামও।


মন্তব্য করুন